খুলনা

মাটি খুঁড়তে গিয়ে মিললো গ্রেনেড, বের হচ্ছে ধোঁয়া

খুলনা, ১৭ এপিল – খুলনায় ভবন নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি গ্রেনেড মিলেছে। বুধবার (১৭ এপ্রিল) আড়ংঘাটা থানা এলাকার বীর মুক্তিযোদ্ধা নারায়ণ সর্দারের বাড়ি থেকে গ্রেনেড ২টি উদ্ধার করা হয়। এদিন দুপুরে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করেছে। গ্রেনেড দুটি মুক্তিযুদ্ধের সময়কালের বলে ধারণা করছে পুলিশ ও র‌্যাব।

আড়ংঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) স্বপন কুমার সিংহ জানান, ভবন নির্মাণের পাইলিং করতে গিয়ে শ্রমিকরা গ্রেনেড দুটি দেখতে পান। এর মধ্যে একটি গ্রেনেড শাবলের কোপ লাগায় তা থেকে ধোঁয়া বের হচ্ছিল। দ্রুত গ্রেনেড দুটি পানি ভর্তি বালতিতে রেখে র‌্যাবকে খবর দেওয়া হয়। পরে র‌্যাবের একটি দল গ্রেনেড দুটি নিষ্ক্রিয় করে।

তিনি আরও জানান, বীর মুক্তিযোদ্ধা নারায়ণ সর্দারের বাড়ির যে স্থান থেকে গ্রেনেড দুটি পাওয়া গেছে, ওই স্থানে পুকুর ছিল। কোনোভাবে গ্রেনেড দুটি পুকুরে পড়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৭ এপিল ২০২৪

Back to top button