পশ্চিমবঙ্গ

পঞ্চায়েত নির্বাচনে এগিয়ে তৃণমূল

কলকাতা, ১১ জুলাই – ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের একক আধিপত্য ধরে রাখার ইঙ্গিত মিলছে। নির্বাচনে তিন শাখার সবকটিতেই এগিয়ে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তৃতীয় স্থানে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিএম)।

মঙ্গলবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। কেন্দ্রীয় সরকারের মোতায়েন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতিতে ভোট গণনা চলছে। তা সত্ত্বেও কোথাও কোথাও বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে।

কমিশনের তথ্যমতে, বিকাল সাড়ে ছয়টার টার দিকে জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ৪১ টির ফল এসেছে। সবকটিতে জয় পেয়েছে তৃণমূল।

পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসনের মধ্যে ফল এসেছে ১০০৪টির। এর মধ্যে একটি জিতেছে বিজেপি, এছাড়া সবকটিতে জিতেছে তৃণমূল।

গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে ৩১ হাজার ১৪৪টির ফল এসেছে। এতে সর্বোচ্চ ২৬ হাজার ২৫৩ আসন পেয়েছে তৃণমূল। বিজেপি ৪ হাজার ৩২২, সিপিএম ১৫৬১ ও কংগ্রেস ৮৪৬টি।

চূড়ান্ত ফল আসতে আরও দুই দিন অপেক্ষা করতে হতে পারে। তবে তার আগেই কোন পার্টি কেমন করছে, তা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

শনিবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন সহিংসতায় অন্তত ১৫ জন প্রাণ হারান। ১৫ জনের মধ্যে ১১ জনই তৃণমূলের নেতাকর্মী।

তবে প্রায় এক মাস আগে নির্বাচনী কার্যক্রম শুরুর পর সেখানে ব্যাপক সহিংসতা হয়। এসব সহিংসতায় নিহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ জুলাই ২০২৩

Back to top button