ক্রিকেট

অবশেষে জানা গেল, ওয়ানডে বিশ্বকাপের সূচি কবে প্রকাশিত হবে

ঢাকা, ২৮ মে – ভারতের মাটিতে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ অুনষ্ঠিত হবে। অবশেষে এই আসরটির সূচি প্রকাশের সময় জানা গেল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলকালীন ঘোষণা করা হবে সূচি। এমনটি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সেক্রেটারি জয় শাহ। খবর জিও নিউজের।

আগামী ৭-১২ জুন লন্ডনের ওভালে ভারত বনাম অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে। জয় শাহ বলেন, ‘আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন একটি সংবাদিক সম্মেলনে আইসিসি ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ করবে। টুর্নামেন্টের সম্পূর্ণ সময়সূচীও প্রকাশ করা হবে।’

আগামী সপ্তাহে বিসিসিআই আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ও নারী প্রিমিয়ার লিগের জন্য একটি কমিটি গঠন করবে। জয় শাহ বলেন, ‘যতদূর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ভেন্যু সম্পর্কিত বিষয়, প্রতিটি ভেন্যুর জন্য প্রতিটি অফিস-বেয়ারারের ওপর দায়িত্ব বর্তাবে। আমরা টুর্নামেন্টের ভেন্যু হিসেবে সমস্ত মেট্রো সিটির কথা ভাবছি।’

এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে অচলাবস্থার কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপের সময়সূচী নিয়ে টালবাহানা চলছে। তবে জয় শাহ দাবি করেছেন, এক সপ্তাহ পরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) একটি জরুরি বৈঠকের পরে, সেই বিষয়ে ঘোষণা করা হবে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৮ মে ২০২৩

Back to top button