জাতীয়

রাজধানীতে আরও একটি বাসে আগুন

ঢাকা, ১২ নভেম্বর- রাজধানীতে বৃহস্পতিবার দুপুরে ছয়টি বাসে আগুন দেওয়ার পর বিকেলে আরও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। বিকেল সোয়া চারটার দিকে ভাটারার কোকাকোলা মোড়ের কাছে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল শিকদার গণমাধ্যমকে বলেন, রাজধানীতে বৃহস্পতিবার মোট ৭টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে আমাদের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিভিয়েছেন। কেউ হতাহত হননি। যেসব গাড়িতে আগুন দেওয়া হয়েছে, তার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের একটি গাড়িও আছে।

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বলেন, কয়েকটি জায়গায় বাসে আগুনের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, এসব ঘটনা নির্বাচন কেন্দ্রিক। ওই এলাকাগুলোতে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড এবং বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৮ আসনে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়।

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/১২ নভেম্বর

Back to top button