ফ্যাশন

বেল্টেও যখন ফ্যাশন

স্যালাডে একটু বেশি ক্রিম দিয়ে খেতে বেশ ভালোই লাগে, তাই না? তা হলে, খাবারের ব্যাপারে যদি আমরা এতটা সচেতন হতে পারি, তবে পোশাকের ব্যাপারে কেন হব না? কোন পোশাকের সঙ্গে কোন অ্যাক্সেসরিজ পরলে দেখতে দারুণ লাগবে, তা নিয়ে আমাদের গবেষণারও শেষ নেই। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সাজে পরিপূর্ণ আপনি। অথচ মনে হচ্ছে, কিছুর যেন একটা অভাব আছে। আর এই অভাব মেটাতে পারে একটাই মাত্র অ্যাক্সেসরিজ – বেল্ট।

ভারী ডেনিমের প্যান্টের সঙ্গে ক্যাজ়ুয়াল লুকের বেল্ট খুব ভালো খাপ খায়। ফ্যাব্রিকের চিনোজের সঙ্গেও বেশ মানানসই। রঙিন চিনোজের সঙ্গে সরু বেল্ট ও হালকা রং মানায়।
ফর্মাল ড্রেসের সঙ্গে বাকল বেল্ট সবচেয়ে ভালো যায়। গোল্ডেন বা সিলভার কালারের বেল্ট অফিস ড্রেসের সঙ্গে পারফেক্ট।

বেল্ট দিয়ে পুরো পোশাককেই মাত করে দেওয়া যায়। খুব বেশি সাহসী লুক আনতে চাইলে একটু অন্য লুকের বা খুব গাঢ় রঙের বেল্ট পরতেই পারেন। ধূসর রঙের ট্রাউজ়ার ও লোফারস্ জুতোর সঙ্গে একটু বোল্ড বা গাঢ় রঙের বেল্ট পারফেক্ট।

আরও পড়ুন ::

এম ইউ


Back to top button