ফ্যাশন

কোন টাইপ শাড়ি কিভাবে ওয়াশ করবেন

শাড়ি কিন্তু সব সময় ব্যবহার করা হয় না। বছরে কয়েকবার সবগুলো শাড়ি বের করে হালকা রোদে কয়েকঘণ্টা রেখে ভাঁজ করে হ্যাঙ্গারে রাখুন। এ শাড়িগুলোও ঘরে না ধুয়ে লন্ড্রিতে ক্যালেন্ডার ওয়াশ করে নিন।

সিল্ক শাড়ি: সিল্ক শাড়ি ঘরেই পরিষ্কার করতে পারেন, তবে খুব সতর্ক থাকতে হবে। পানির সঙ্গে শ্যাম্পু দিয়ে সিল্কের শাড়ি ধুয়ে নিন। বেশি সময় পানিতে রাখবেন না।

জরির কাজের শাড়ি: আজকাল জরির কাজ বেশ দেখা যায় দামী শাড়িগুলোতে। এগুলোর যত্ন না নিলে, জরিগুলো উজ্জ্বলতা হারিয়ে কালচে হয়ে যায়। ফলে শাড়িটিই ব্যবহারের উপযোগী থাকে না। এগুলোও লন্ড্রিতেই পরিষ্কার করুন।

নিয়মিত ব্যবহারের সুতি-জর্জেট শাড়ি: সুতি বা জর্জেট শাড়ি নিয়মিত ব্যবহার করা হয় যেগুলো, এগুলো ঘরেই পরিষ্কার করতে পারেন। তবে সুতি শাড়ি ধোয়ার পর অ্যারারুট পাউডার অথবা হালকা মাড় দিয়ে ভিজিয়ে তুলে রোদে শুকিয়ে নিন। আয়রন করে ব্যবহার করুন, অনেকদিন থাকবে নতুনের মতো।

আর কিছু কথা!

১ শাড়ি ব্যবহার করার সময় পারফিউম কখনো শাড়িতে স্প্রে করবেন না।

২ ভেজা হাত শাড়িতে মুছবেন না

৩ শাড়ির তাকে ন্যাপথলিনের পরিবর্তে নিম পাতা রাখুন

৪ কোথাও দাগ লাগলে, সঙ্গে সঙ্গে পাউডার দিয়ে দিন

৫ পরিষ্কার করে তারপর তুলে রাখুন।

এম ইউ

Back to top button