ঢালিউড

অস্কারের সংক্ষিপ্ত তালিকায় থেকে বাদ ‘রেহানা মরিয়ম নূর’

ঢাকা, ২২ ডিসেম্বর – ৯৪ তম একাডেমি অ্যাওয়ার্ডে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগের সংক্ষিপ্ত তালিকা থেকেই বাদ পড়েছে আবদুল্লাহ মোহাম্মাদ সাদ পরিচালিত আলোচিত ছবি‘রেহানা মরিয়ম নূর’।

এই বিভাগে ৯২ দেশ থেকে জমা পড়া সিনেমা থেকে প্রাথমিক ভোটের জন্য ১৫টি সিনেমার নাম প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ। সেই তালিকায় নাম নেই বাংলাদেশের সিনেমার।

৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন-সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, চরিত্রের নাম রেহানা। বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

এটি নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদের দ্বিতীয় সিনেমা, এর আগে ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ শিরোনামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন এই পরিচালক।

এম ইউ/২২ ডিসেম্বর ২০২১

Back to top button