উত্তর আমেরিকা

পাকিস্তান-আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে আমেরিকা

ওয়াশিংটন, ০১ অক্টোবর – পাকিস্তান এবং আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিয়েছে আমেরিকা। বিরোধী রিপাবলিকান দলের ২২ জন সিনেটর এ বিষয়ে একটি খসড়া বিল প্রস্তাব করেছেন।

মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং সামরিক বাহিনীর চিপস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি আফগানিস্তানে মার্কিন বাহিনীর অপমানজনক ব্যর্থতার কথা স্বীকার করার পর সিনেট পাকিস্তানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এই উদ্যোগ নিল।

আফগান যুদ্ধে আঞ্চলিক দেশগুলোর মধ্যে পাকিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যুদ্ধে যেমন পাক সেনারা মার্কিন সামরিক বাহিনীকে সহায়তা করেছে তেমনি সন্ত্রাসীদের বোমা ও মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানের হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

এছাড়া পাকিস্তানের অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যারা আর্থিক মূল্য বিশাল।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০১ অক্টোবর

Back to top button