উত্তর আমেরিকা

নির্বাচিত হলে ইসরায়েলের চেয়েও উন্নত ‘আইরন ডোম’ বানাব

ওয়াশিংটন, ০২ মে – আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলের চেয়েও উন্নত ‘আইরন ডোম’ তৈরি করবেন বলে ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, আমি আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিশ্বে শান্তি ফিরিয়ে আনব। ‘অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা’ তৈরি করব, যা ইসরায়েলের আইরন ডোমের চেয়েও উন্নত হবে। বুধবার (১ মে) মিশিগান অঙ্গরাজ্যে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরো বলেন, প্রেসিডেন্ট বাইডেনের অযোগ্যতা বিশ্বকে পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এখন তৃতীয় বিশ্বযুদ্ধ প্রতিরোধ করতে সক্ষম আমিই একমাত্র ব্যক্তি।

এর আগে মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, নভেম্বরের নির্বাচনে তিনি জয়ী হলে জো বাইডেন ও তার পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি করাবেন।

তিনি বলেন, মার্কিন সুপ্রিম কোর্ট বাইডেনকে ছাড় না দিলে, বেশ কয়েকটি ফৌজদারি মামলার মুখোমুখি হবেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে ২০২০ সালের মতো ফের মুখোমুখি হতে যাচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ০২ মে ২০২৪

Back to top button