পশ্চিমবঙ্গ

রাজ্যসভা থেকে তৃণমূলের ৬ সংসদ সদস্যকে বহিষ্কার

কলকাতা, ০৪ আগস্ট – রাজ্যসভায় বুধবারের অধিবেশন থেকে বহিষ্কার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের ৬ সংসদ সদস্যকে। পেগাসাস ক্যালেঙ্কারির প্রতিবাদ করতে গিয়ে বিশৃঙ্খল আচরণ করছেন – এমন অভিযোগে বুধবার তাদের বহিষ্কার করা হয়।

কয়েক দিন আগেই রাজ্যসভা থেকে তৃণমূল সংসদ সদস্য শান্তনু সেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। এবার বহিষ্কার করা হল আরও ছয়জনকে। সকালে বুধবার দিনের অধিবেশন থেকে তাদের বহিষ্কার করেন রাজ্যসভার চেয়ারম্যান।

বহিষ্কার হওয়া তৃণমূল সংসদ সদস্যরা হলেন – দোলা সেন, নাদিমূল হক, মৌসম নূর, শান্তা ছেত্রী, আবিররঞ্জন বিশ্বাস এবং অর্পিতা ঘোষ।

এদিন পেগাসাস ক্যালেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে তৃণমূল নেতারা সংসদের সংরক্ষিত একটি স্থানে প্রবেশ করেন। এ সময় তারা প্লেকার্ড হাতে নানা স্লোগান দিতে থাকেন।

এ পরিস্থিতিতে রাজ্যসভার চেয়ারম্যান ভ্যানকাইয়া নাইডু তাদেরকে সতর্ক করেন এবং নিজ জায়গায় ফিরে যেতে বলেন। এ সময় তিনি ভারতীয় সংবিধানের ২৫৫ ধারা ব্যবহার করারও হুমকি দেন। পরে তিনি তাদের দিনের কার্যক্রম থেকে বহিষ্কার করেন এবং রাজ্যসভা ছাড়ার নির্দেশ দেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ আগস্ট

Back to top button