ক্রিকেট

৮ বছর পর আবার পাঁচ উইকেট শিকার তাসকিনের

কেপ টাউন, ২৩ মার্চ – ওয়ানডে ক্যারিয়ারের অভিষেকেই নিজের জানান দিয়েছিলেন তাসকিন আহমেদ। ২০১৪ সালে ভারতের বিপক্ষে সেই ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছিলেন এই টাইগার পেসার। এরপর কেটে গেছে আট বছর।

নানা উত্থান-পতন দেখেছিলেন ক্যারিয়ারে। হারিয়েও গিয়েছিলেন প্রায়। তবে তাসকিন ফিরেছেন আবার। ফিনিক্স পাখির মতো ফিরে ঝড় তুলছেন ২২ গজে। ৮ বছরের আক্ষেপ কাটিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো শিকার করে নিলেন পাঁচ উইকেট।

এবারের দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে তাসকিন জানিয়েছিলেন, অসাধারণ বোলিং পারফরম্যান্স করে একাই ম্যাচ জেতাতে চান দলকে। দক্ষিণ আফ্রিকায় দলের প্রথম জয়ের দিনে তিন উইকেট শিকার করেছেন। তবে সেদিন বল হাতে তাসকিনকে ছাপিয়ে গিয়েছিলেন মেহেদী মিরাজ। নিয়েছিলেন চার উইকেট।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে মিরাজের সেই পারফরম্যান্স ছিল বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা। তবে মিরাজকে সরিয়ে টাইগারদের মধ্যে তালিকার শীর্ষে জায়গা করে নিলেন তাসকিন। প্রথম টাইগার বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতে পাঁচ উইকেট শিকার করে নিলেন এই পেসার।

তাসকিন নিজের সেরাটা জমিয়ে রেখেছিলেন সিরিজ নির্ধারণী ম্যাচের জন্য। সেঞ্চুরিয়ানে তৃতীয় ও শেষ ম্যাচে তাসকিনের হাত ধরে ইতিহাস গড়ার পথে বাংলাদেশ। এই পেসারের তাণ্ডবে লণ্ডভণ্ড প্রোটিয়ানরা।

অভিষেকে ফাইফার নেওয়ার পর তিনবার ইনিংসে চার উইকেট নিলেও পাঁচ উইকেট পাওয়া হচ্ছিল না এই পেসারের। অবশেষে প্রোটিয়ানদের বিপক্ষে আজ প্রথম ৮ ওভারের মধ্যেই পাঁচ উইকেট তুলে নিয়েছেন তাসকিন।

দক্ষিণ আফ্রিকার ওপেনার জানেমান মালান, কাইল ভেরেইনে, ডেভিড মিলার, ডোয়াইন প্রিটোরিয়াস ও কাগিসো রাবাদাকে শিকার করে নিজের ফাইফার পূর্ণ করেন এই টাইগার পেসার।

সূত্র : আরটিভি
এম এস, ২৩ মার্চ

Back to top button