ফ্যাশন

রঙিন চশমায় বর্ণিল ফ্যাশন

 

চশমার দুই টুকরো লেন্সের মধ্য দিয়েই যেন আপনার সামনে ঝকঝকে ফকফকে দুনিয়া। বই, পত্রিকা পড়া, টিভি দেখা, কম্পিউটারে কাজ করা সবকিছুতেই যখন চশমার প্রয়োজন হয়, তখন একে বোঝা মনে না করে নিত্য-উপকারী সঙ্গী হিসেবে ভেবে নেয়াই ভালো। তা ছাড়া একটি সুন্দর ফ্রেমের চশমা আপনাকে আরও বেশি ব্যক্তিত্বপূর্ণ ও আকর্ষণীয়ও করে তুলতে পারে।

কেবল প্রয়োজনেই সীমাবদ্ধ নেই এর ব্যবহার, বরং প্রয়োজনের পাশাপাশি ফ্যাশন অনুষঙ্গ হিসেবেও এর প্রচলন বেড়েছে। লাল, নীল, বেগুনি, হলুদসহ বিভিন্ন রঙের বাহারি নকশার চশমাগুলো ফ্যাশনে যোগ করেছে ভিন্ন মাত্রা।

বাজারে এখন হাল ফ্যাশনের বাহারি সব রঙিন চশমা পাওয়া যাচ্ছে। কেউ বা প্রয়োজনে আবার কেউ নিছক ফ্যাশন করতে বেছে নিয়েছেন রঙিন ফ্রেমের চশমা। নিজের চশমাটি বেছে নেয়ার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখুন।

চশমার ফ্রেম বেছে নেয়ার ক্ষেত্রে তা আপনার মুখের সঙ্গে মানানসই হচ্ছে কিনা তা পরখ করে নিন। যেহেতু নাকে চেপে বসে এ বস্তুটি, তাই নাকের (আকৃতির) সঙ্গে এর একটি গভীর সম্পর্ক রয়েছে। যাদের নাক খাড়া, তারা আয়তকার চশমার ফ্রেম বেছে নিতে পারেন। লম্বাটে মুখের অধিকারী যারা, তাদের প্রায় সব ধরনের ফ্রেমেই বেশ মানিয়ে যায়।

যাদের নাকটা তেমন খাড়া নয়, তারা হাফ রিমের চওড়া ফ্রেমের চশমা নির্বাচন করতে পারেন। যাদের মুখের আকৃতি গোলাকার, তারা সামান্য ডিম্বাকৃতির ফ্রেমের চশমা বেছে নিন। তাদের ক্ষেত্রে গোলাকার ফ্রেমের চশমাটা পছন্দের তালিকা থেকে বাদ দেয়াই ভালো।

রঙিন ফ্রেমের চশমা নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখুন সে রংটি আপনার ত্বকের রঙের সঙ্গে যাচ্ছে কিনা। ছেলেমেয়ে উভয়েই এ বিষয়টি খেয়াল রাখুন। আপনার চোখে যে রংটি ভালো লাগবে, সে রঙের চশমাখানি পরে আয়নার সামনে আর একটি বারের জন্য চোখ রাখুন। যদি ভালো লাগে তবে তো হয়েই গেল ঠিকঠাক।

আপনার ব্যক্তিত্বের সঙ্গেও চশমার রং ও ফ্রেমের একটি মানানসই অবস্থান থাকা জরুরি। একেবারে হলুদ রঙের চশমাটিও দেখবেন কখনো আপনার মাঝে বেশ আকর্ষণীয় ব্যক্তিত্বের ছাপ ফুটিয়ে তুলতে পারে। সুতরাং গুরুত্বপূর্ণ হলো, সব কটি রঙের চশমাই একবার করে পরে দেখার চেষ্টা করুন।

বয়স অনুযায়ীও চশমার রং, ফ্রেমের ডিজাইন বদলে যেতে পারে। তরুণ বয়সীদের ক্ষেত্রে কোনো রং পরতেই বাধা নেই। রঙিন চশমার মাঝে থেকে বিভিন্ন কারুকাজের ছাপসহ চশমাও বেছে নিতে পারেন। ছেলেদের চশমার ক্ষেত্রে চোখের নিচের দিকে বাড়ানো চশমার ফ্রেমটা ভালো মানিয়ে যায়। যাদের বয়স একটু বেশি, তাদের যে সোনালি, রুপালি আর কালোতেই পড়ে থাকতে হবে তা কিন্তু নয়। বরং বাদামি, কপার, হালকা কফির সঙ্গে কালো রঙের মিশেলের চশমা বেছে নিতে পারেন।

এম ইউ

Back to top button