Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

শাবনূর

রোমান্টিক নায়িকা শাবনূর দীর্ঘ ২২ বছর যাবৎ সফলতার সাথে অভিনয় করে চলেছেন। দক্ষ অভিনয় এবং সুনিপন নৃত্যের কারণে অভিনয় শুরু পর থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্রে প্রথম অবস্থান ধরে রাখেন। গ্রামীণ বা শহুরে আধুনিক তরুণী যেকোন চরিত্রে মানানসই এই নায়িকা এখনো সমানতালে অভিনয় করে চলেছেন।

জন্ম

শাবনূর ১৯ জুলাই ১৯৭৪ সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম নূপুর।

পারিবারিক জীবন

 • শাবনূরের একমাত্র ছোট বোন ঝুমুর এবং ভাই তমাল।  

অভিনয় জীবন

 • “চাঁদনী রাতে” চলচ্চিত্রের মাধ্যমে শাবনূরের আগমন।
 • প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র সাথে জুটিবদ্ধ হয়ে জনপ্রিয়তার শিখড়ে পৌছান শাবনূর।  
 • সালমান শাহ’র পর নির্মাতারা ওমর সানী, আমিন খানের সাথে তার জুটি গড়ে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়।
 • এরপর  রিয়াজের বিপরীতে অভিনয় করে সফলতা অর্জন করেন। রিয়াজের পাশাপাশি নায়ক ফেরদৌস মান্না এবং শাকিব খানের সাথে জুটিবদ্ধ হয়ে বহু ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দেন দর্শকদের।
 • ইতিবাচক ও হৃদয়স্পর্শী অভিনয়, প্রাণ প্রাচূর্য পূর্ণ হাসি গ্ল্যামার ও নাচের পারঙ্গমতা জন্য দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন শাবনূর।   
 • শাবনূর এখন পর্যন্ত টিভি নাটকে অভিনয় করেন নাই।
 • বর্তমানে তিনি বছরে ১ থেকে ২ টি চলচ্চিত্রে অভিনয় করছেন।

 
উল্লেখযোগ্য চলচ্চিত্র

 • তুমি আমার
 • সুজন সখী
 • মহামিলন
 • স্বপ্নের ঠিকানা
 • তোমাকে চাই
 • আত্নসাৎ
 • শেষ ঠিকানা
 • রঙ্গীন উজান ভাটি
 • এ বাধন যাবে না ছিঁড়ে
 • নারীর মন
 • দুই বধূ এক স্বামী
 • এভাবেই ভালবাসা হয়
 • মোল্লা বাড়ীর বউ
 • বিয়ের ফুল
 • এক টাকার বউ
 • শ্বশুরবাড়ী জিন্দাবাদ
 • বিক্ষোভ
 • বিচার হবে
 • চাওয়া থেকে পাওয়া
 • আনন্দ অশ্রু
 • জীবন সংসার
 • ব্যাচেলর

 
পুরস্কার

শাবনূর মেরিল প্রথম আলো, বাচসাস, দর্শক ফোরাম সহ অসংখ্য সংগঠনের পুরস্কার পেয়েছেন। 

বিয়ে:

২০১১ সালের ৬ ডিসেম্বর বিয়ে করেছেন শাবনূর। বর তার বিপরীতে ‘বধু তুমি কার‘ চলচ্চিত্রে অভিনয় করা চিত্রনায়ক অনিক। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে।


Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে