Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ২৪ আগস্ট, ২০১৯ , ৯ ভাদ্র ১৪২৬

বিদ্যুৎ কুমার রায়

বিদ্যুৎ কুমার রায় একজন ভারোত্তোলক। ২৫ বছর ধরে ‘ভার’ তুলছেন বিদ্যুৎ কুমার রায়। পেশায় তিনি আমিন ফার্মেসির ‘ডাক্তার'।

শুরুর গল্প
শুরুটা ১৯৮৭ সালে। বড় ভাই নিরঞ্জন রায় ছিলেন ভারোত্তোলক। বাড়ির পাশের জিমনেশিয়ামে নিয়মিত ব্যায়ামচর্চার পাশাপাশি ভারোত্তোলনে অংশ নিতেন। বড় ভাইকে দেখে একদিন ব্যায়াম করার শখ জাগে বিদ্যুতের। কিন্তু ভয়ে বলতে পারেননি। পরে লুকিয়ে জিমনেশিয়ামে যান ব্যায়ামচর্চা করতে। সেখানেই দেখেন ভারোত্তোলনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শরীর গঠন বাদ দিয়ে ঝুঁকে পড়লেন ভারোত্তোলনে। প্রথম ওস্তাদ ইব্রাহিম খলিল বিদ্যুৎকে দেখে বলেছিলেন, ‘তোর ফিগার ভালো। তুই ওয়েটলিফটিংয়ে ভালো করবি।’ ওস্তাদের কথা বিফলে যায়নি। জাতীয় প্রতিযোগিতায় টানা সোনা জয়ের রেকর্ডটা তারই প্রমাণ।

পুরস্কার
এ পর্যন্ত ২৫টি আসরে খেলে টানা ২৪টিতেই জিতেছেন সোনা! ১৯৮৮ সালে বাংলাদেশ গেমসে রুপা জিতেছিলেন। ১৯৯২ ও ১৯৯৬ গেমসে জেতেন সোনা। সর্বোচ্চ সাফল্য ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে রুপা। আর পুরস্কার হিসেবে ময়মনসিংহ শহরে এক খণ্ড জায়গা দিয়েছে সরকার। জিতেছেন ২০০৫ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার ও ২০০৪ সালে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির পুরস্কার।


Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে