Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

নুরুন্নবী চৌধুরী হাছিব

লেখালেখির প্রতি আগ্রহের শুরুটা ছোটবেলা থেকেই। আর লেখালেখির হাতেখড়িও শিশুদের জন্য প্রকাশিত পাতায় লেখালেখির মাধ্যমে। ছোটবেলার শখটিকেই একসময় নেশা, পেশার সঙ্গে যুক্ত করে এগিয়ে চলছেন। বাবা শরীফুল আলম চৌধুরী আর মা হাছিনা আলম। জন্ম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সরখাল গ্রামে। শৈশব কেটেছে গ্রামে। ঢাকায় পড়াশোনাকালীনই লেখালেখির সঙ্গে জড়িত জাতীয় দৈনিক পত্রিকার সাথে।

বর্তমানে দেশের শীর্ষ একটি দৈনিকের সাথে যুক্ত আছেন। প্রযুক্তির প্রতি ভালো লাগা থাকায় কাজও করছেন অনলাইন মিডিয়ায়। এখনো লেখালেখি করে যাচ্ছেন নিজের আনন্দে। লেখালেখি ছাড়াও জড়িত নানা ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), গণিত অলিম্পিয়াডসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত। মুক্ত সফটওয়্যার আন্দোলনের সাথে কাজ করার পাশাপাশি কাজ করছেন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়াতেও।

মুক্ত বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার (http://bn.wikipedia.org) নতুন প্রশাসক নির্বাচিত হয়েছেন নুরুন্নবী চৌধুরী হাছিব। ১৩তম প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব পালন শুরু করেছেন। তিনি উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পে ২০০৮ সাল থেকে নিয়মিত নিবন্ধ যোগ এবং সম্পাদনার কাজ করছেন।

উইকিপিডিয়ায় নুরুন্নবী চৌধুরী হাছিবের অবদানের সংখ্যা আট হাজারের বেশি। এ ছাড়া উইকিমিডিয়া কমন্সেও তিনি নিয়মিত ছবি প্রকাশ করছেন।

নুরুন্নবী চৌধুরী হাছিবের লিংক :
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)
গণিত অলিম্পিয়াড
উইকিপিডিয়াতেও
প্রকাশিত বই:
* নানা কাজের মুক্ত সফটওয়্যার 
* বাংলা উইকিপিডিয়া কী এবং কেন


Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে