Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

অনন্ত হীরা

অনন্ত হীরা একজন অভিনেতা, নাট্য নির্দেশক, নির্মাতা এবং একইসাথে চিত্রপরিচালক। তার পরিচালিত প্রথম ছবি ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে ‘ও আমার দেশের মাটি’।

অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার নূনা আফরোজ সম্পর্কে অনন্ত হীরার সহধর্মিণী। অনন্ত হীরা ও নূনা আফরোজ গড়ে তোলেন নাট্যদল 'প্রাঙ্গণেমোর'। নূনা আফরোজ প্রাঙ্গনে মোর’এর পরিচালক (সাংগঠনিক)। মঞ্চনাটকের দল ‘প্রাঙ্গনে মোর’ যাত্রা শুরু করেছিলো ২০০৩ সালের ৬ এপ্রিল, বাংলা ১৪১০ সালের ২৫ বৈশাখে, শুরুর ক্ষণটিও রবীন্দ্রনাথকে ঘিরেই! । প্রাঙ্গণেমোর ছয়টি নাটক প্রযোজনা করেছে। যার পাঁচটিতেই নূনা আফরোজ অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন। প্রাঙ্গণেমোর প্রযোজিত নাটকগুলো হচ্ছে স্বদেশী, রক্ত করবী, লোক নায়ক, দ্রোহ প্রেম নারী, শ্যামাপ্রেম ও শেষের কবিতা। শেষের কবিতাই বাংলাদেশের প্রথম মঞ্চ নাটক যে নাটকটি কলকাতার শান্তি নিকেতন মঞ্চে মঞ্চস্থ হয়েছে।

অনন্ত হীরার কিছু বই

দুই বাংলার রবীন্দ্র নাট্যচর্চা ও অন্যান্য
লোকনায়ক ইত্যাদি ।

 


Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে