Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ , ৫ ভাদ্র ১৪২৬

অনন্ত হীরা

অনন্ত হীরা একজন অভিনেতা, নাট্য নির্দেশক, নির্মাতা এবং একইসাথে চিত্রপরিচালক। তার পরিচালিত প্রথম ছবি ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে ‘ও আমার দেশের মাটি’।

অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার নূনা আফরোজ সম্পর্কে অনন্ত হীরার সহধর্মিণী। অনন্ত হীরা ও নূনা আফরোজ গড়ে তোলেন নাট্যদল 'প্রাঙ্গণেমোর'। নূনা আফরোজ প্রাঙ্গনে মোর’এর পরিচালক (সাংগঠনিক)। মঞ্চনাটকের দল ‘প্রাঙ্গনে মোর’ যাত্রা শুরু করেছিলো ২০০৩ সালের ৬ এপ্রিল, বাংলা ১৪১০ সালের ২৫ বৈশাখে, শুরুর ক্ষণটিও রবীন্দ্রনাথকে ঘিরেই! । প্রাঙ্গণেমোর ছয়টি নাটক প্রযোজনা করেছে। যার পাঁচটিতেই নূনা আফরোজ অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন। প্রাঙ্গণেমোর প্রযোজিত নাটকগুলো হচ্ছে স্বদেশী, রক্ত করবী, লোক নায়ক, দ্রোহ প্রেম নারী, শ্যামাপ্রেম ও শেষের কবিতা। শেষের কবিতাই বাংলাদেশের প্রথম মঞ্চ নাটক যে নাটকটি কলকাতার শান্তি নিকেতন মঞ্চে মঞ্চস্থ হয়েছে।

অনন্ত হীরার কিছু বই

দুই বাংলার রবীন্দ্র নাট্যচর্চা ও অন্যান্য
লোকনায়ক ইত্যাদি ।

 


Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে