Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ , ৪ ভাদ্র ১৪২৬

আপন আহসান

আপন আহসান একজন টিভি অভিনেতা এবং গুণী নির্মাতা। তার সহধর্মিণীর নাম ত্রপা মজুমদার যিনি একজন টিভি অভিনেত্রী।

তাঁর কাজ
আপন আহসান বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে থাকেন। বেশ কয়েকটি জনপ্রিয় বিজ্ঞাপনচিত্র দিয়েই তিনি জয় করেছেন দর্শকের হৃদয়। অভিনয়ের প্রতি দুর্বার আকর্ষণ ছিল বলে মঞ্চের সাথে নিজেকে জড়িয়েছেন অনেক আগেই। সেখানেই অভিনয় শেখা ও নিজেকে অভিনয়ের সাথে উজার করে দেন। মঞ্চে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন এবং এখনও করছেন। পরে টিভি নাটকেও অভিনয় করেছেন। তবে টিভি নাটকের চেয়ে মঞ্চে অভিনয় করতে তার বেশি ভালো লাগে। ১৯৯৩ সালে অ্যাড ফার্মে কাজ শুরু করেন তিনি। তিনি ১৯৯৭ সাল থেকে বিজ্ঞাপনচিত্র নির্মাণে হাত দেন। সেই থেকে এখনও বিজ্ঞাপন নির্মাণের সাথেই আছেন। তার নির্মিত উল্লেখযোগ্য বিজ্ঞাপনচিত্রগুলো হলো—আরসি কোলা, আড়ং, ফ্রেশ সুগার, নারী পাচার প্রতিরোধে সোস্যাল ওয়ার্ক, মেছওয়াক টুথপেস্ট, ডাবর আমলা, ওয়ার্ল্ড কাপকে ঘিরে গ্রামীণ ফোন পাওয়ার প্লে প্রভৃতি।

বিজ্ঞাপনচিত্র নির্মাণের ক্ষেত্রে তিনি আফজাল হোসেনকে আইডল মানেন। আপন আহসানের ভাষ্যে, 'আফজাল ভাইয়ের দেখানো পথেই আমি হাঁটছি।' ভবিষ্যৎ স্বপ্নের কথায় তিনি বলেন, 'চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখি। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে চলচ্চিত্র নির্মাণে হাত দেবো।'

 


Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে