Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২১ আগস্ট, ২০১৯ , ৬ ভাদ্র ১৪২৬

ইসমাত আরা চৌধুরী শান্তি

চলচ্চিত্রের পরিচালকদের ভিড়ে আরও একজন নারী পরিচালকের আত্মপ্রকাশ ঘটেছে। নাম তার শান্তি চৌধুরী। পুরো নাম ইসমাত আরা চৌধুরী শান্তি। তার পরিচালিত প্রথম ছবির নাম ‘মায়ানগর’।

ইসমাত আরা চৌধুরী শান্তির নিজস্ব প্রযোজনা সংস্থা ক্ল্যাপ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মায়ানগর’ । ‘মায়ানগর’-এর কাহিনী লিখেছেন ইসমাত আরা চৌধুরী শান্তি নিজেই । চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শাহ আলম কিরণ। চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান খান, সংগীত ইমন সাহা।

ইসমাত আরা চৌধুরী শান্তি ইতিমধ্যেই অনেক নাটক, টেলিফিল্ম নির্মাণ করেছেন। এ সবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ফিরে আসা, অবক্ষয়, হৃদয় জুড়ে, ভালবাসা ভালবাসা, কবি ও কবিতা অথবা অন্য কিছু, হোস্টেজ ইত্যাদি। থিয়েটারের (নাটকসরণী) নিবেদিতপ্রাণ কর্মী শান্তি চৌধুরী ২০০২ সাল থেকে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী। ইসমাত আরা চৌধুরী শান্তি চলচ্চিত্র পরিচালক হিসেবে শান্তি চৌধুরী নামেই সবার কাছে পরিচিত হতে চান।

 


Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে