Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

৪৩ জন শিক্ষক দিয়ে চলছে ভোলা সরকারি কলেজ

৪৩ জন শিক্ষক দিয়ে চলছে ভোলা সরকারি কলেজ… ১৬৫টি শিক্ষকের সৃষ্ট পদের মধ্যে মাত্র ৪৩ জন শিক্ষক দিয়ে চলছে দ্বীপ জেলার একমাত্র উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজ। প্রায় ৫ দশক ধরে কলেজটি সুনামের সঙ্গে এ এলাকার মানুষকে আলোকিত করে আসছে। কিন্তু বর্তমানে শিক্ষক সংকট, অবকাঠামোগত উন্নয়নসহ নানাবিধ সমস্যায় জর্জরিত কলেজটি । পরিচিতি: সমাজ সেবক আলতাজের রহমান তালুকদার, হাজী খোরশেদ আলম, ইলিয়াস আলী মাস্টার, মো. ছিদ্দিক ও মোসলেউদ্দিনসহ বেশ কয়েকজন শিক্ষানুরাগীর প্রচেষ্টায় ১৯৬২ সালে ১৫.৬০ একর জমির ওপর কলেজটি প্রতিষ্ঠিত হয়। এ কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন আ. হক মিয়া। প্রতিষ্ঠাকাল থেকে কলেজটি ভোলা তথা দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলার মধ্যে একমাত্র স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত লাভ করে। কলেজ সূত্র জানায়, ১৯৭৯ সালে ভোলা সরকারি কলেজটি সরকারিকরণ করা হয়। ১৯৯৬ সালে অনার্স কোর্স চালু হয়। বতর্মানে ১৬টি বিষয়ে অনার্স, ১১টি বিষয়ে মাস্টার্স ও ডিগ্রিসহ (পাস) উচ্চ মাধ্যমিক চালু রয়েছে। কলেজটিতে বিভিন্ন সেকশনে ১শ ৬৫ জন শিক্ষক থাকার কথা থাকলেও শিক্ষক আছেন মাত্র ৪৩ জন। ফলে, ১শ ২২ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে এখানে। এত কম শিক্ষক দিয়ে উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্স, ডিগ্রিসহ প্রায় ৬ হাজার শিক্ষার্থীকে পাঠদান চলছে। আর এত শিক্ষার্থীকে পাঠদান করাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। অন্যদিকে,…

ভোলা সদর থানার এসআই প্রত্যাহার

ভোলা সদর থানার এসআই প্রত্যাহার ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণের অভিযোগে ভোলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুরাদ আহমদকে প্রত্যাহার করা হয়েছে।মঙ্গলবার সকালে তাকে ভোলা সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়।ভোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী জানান, গত রোববার বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের…

২৪ জেলেকে নদীতে নিক্ষেপ, ২ ট্রলার লুট

২৪ জেলেকে নদীতে নিক্ষেপ, ২ ট্রলার লুট মনপুরার ঢালচর সংলগ্ন মেঘনায় গতকাল জলদস্যুরা ২টি জেলে ট্রলারে হামলা চালিয়েছে। এ সময় ট্রলারে থাকা ২৪ জেলেকে পিটিয়ে ও কুপিয়ে নদীতে নিক্ষেপ করে ট্রলার ২টি লুট নিয়ে যায় জলদস্যুরা। ট্রলার লুট করে যাওয়ার সময় ডাকাতদের অভয়াশ্রম মৌলভীর চর হাতিয়ার কোস্টগার্ড ঘিরে রেখেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। এদিকে গুরুতর আহত জেলেদেরকে মনপুরা হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত…

সাংবাদিকদের হাত-পা ভেঙে দাও

সাংবাদিকদের হাত-পা ভেঙে দাও বৃহস্পতিবার সকাল ১১টা। ভোলা সরকারি ফজিলাতুন নেছা মহিলা কলেজ কেন্দ্র। এইচএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলছে। কেন্দ্রে প্রবেশের মূল গেট ভেতর থেকে তালাবদ্ধ। গেটের বাইরে ও ভেতরে পুলিশের কড়া পাহারা। হলে নকলের ছড়াছড়ির খবরে কয়েকজন সংবাদকর্মী তথ্য সংগ্রহের জন্য গেটের সামনে অপেক্ষমাণ। ভেতরে ঢোকার অপেক্ষায়…

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে