জাতীয়

দেশে ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা ৫০ লাখ ছাড়ালো

ঢাকা, ২৪ মার্চ – আজ বুধবার (২৪ মার্চ) সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন ৭৮ হাজার ৮১৭ জন। তাদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ২৬৬ জন, আর নারী ৩৪ হাজার ৫৫১ জন। স্বাস্থ্য অধিদফতর টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫০ লাখ ৬৯ হাজার ৪৯ জন। তার মধ্যে পুরুষ ৩১ লাখ ৬৮ হাজার ৯৯৪ জন এবং নারী ১৯ লাখ ৫৫ জন। তাদের মধ্যে মাথা ব্যাথা, জর, গলা ব্যাথার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৯২৩ জনের।

আরও পড়ুন : ইমরান খানকে শেখ হাসিনার চিঠি, সম্পর্ক উন্নয়নের আশাবাদ

৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলছে।

টিকা নেওয়া ৫০ লাখ ৬৯ হাজার ৪৯ জনের মধ্যে ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ১৭২ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৩৪ হাজার ৯৪৪ জন, চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ১০ লাখ ২৭ হাজার ৩৮০ জন, রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন পাঁচ লাখ ৬৯ হাজার ৭৪৪ জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন পাঁচ লাখ ১২ হাজার ৬১৭ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন ছয় লাখ ৫৪ হাজার ৮৯৭ জন, বরিশাল বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ২৭ হাজার ৭৪ জন, আর সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৬২ হাজার ২২১ জন।

বুধবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৪ লাখ ৬৭ হাজার ৭৮৯ জন।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২৪ মার্চ

Back to top button