Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯ , ২ অগ্রহায়ণ ১৪২৬

আমার ছবির আবেদনময় দৃশ্যগুলো নিজেই করি

আমার ছবির আবেদনময় দৃশ্যগুলো নিজেই করি… ক্যালিফোর্নিয়া, ১৯ ডিসেম্বর- হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপরিও তার নতুন ছবি ‘দ্য ওলফ অফ ওয়াল স্ট্রীট’ ছবিতে ভক্তদের উপহার দিতে যাচ্ছেন আরও রোমাঞ্চকর একটি চরিত্র। সম্প্রতি এই তারকা বিষয়টি নিয়ে একটি দৈনিককে বলেন, অন্যান্য অভিনেতাদের মতো তার ছবির আবেদনময় দৃশ্যগুলো তিনি অন্য কাউকে দিয়ে করান না। ডি ক্যাপরিওকে মারগট রবি এবং অন্যান্য অভিনেত্রীদের সাথে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে। তিনি বলেন, এই রোমান্টিক দৃশ্যগুলোতে তিনি নিজেই অংশগ্রহণ করেন। একটি টেলিভিশন সাক্ষাৎকারে ক্যাপরিও বলেন, আমার ছবির সফল বা ব্যর্থ অংশগুলোর দায়ভার আমারই। তিনি এটাও স্বীকার করেন যে, ‘দ্য ওলফ অফ ওয়াল স্ট্রীট’ ছবিতে নগ্নতাকে তিনি উপভোগ করেছেন। ছবিটি ডিসেম্বরের ২৫ তারিখ মুক্তি পাবে।

পিটার ও’টুলের জীবনাবসান

পিটার ও’টুলের জীবনাবসান
লন্ডন, ১৭ ডিসেম্বর- আইরিশ বংশোদ্ভুত হলিউডের কিংবদন্তি অভিনেতা পিটার ও’টুল আর নেই। ১৫ ডিসেম্বর ৮১ বছর বয়সে লন্ডনে মারা গেছেন তিনি। ১৯৬২ সালে মুক্তি পাওয়া হলিউডি সিনেমা ‘লরেন্স অফ অ্যারাবিয়া’তে অভিনয়ের মাধ্যমে খ্যাতি পান ও’টুল। ওই চলচ্চিত্রেই তিনি অভিনয়ের জন্য প্রথম অস্কার নমিনেশন পান। তার অভিনয় জীবনের শুরু ব্রিস্টল ওল্ড ভিক থিয়েটারের মাধ্যমে। পাঁচ দশকেরও বেশি সময় ব্যাপ্ত…

হলিউড অভিনেত্রী জন ফনটেন আর নেই

হলিউড অভিনেত্রী জন ফনটেন আর নেই
ক্যালিফোর্নিয়া, ১৬ ডিসেম্বর- হলিউড অভিনেত্রী জন ফনটেন তার বাসা ক্যালিফোর্নিয়ার কারমেলে রোববার মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৯৬। ফনটেনের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার সহকারী। ফনটেনের সবচেয়ে স্মরণীয় ছবি হলো ‘সাসপিশান’। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন কেরি গ্রান্ট। ১৯৪২ সালে ‘সাসপিশান’ ছবির জন্য তিনি একাডেমি পুরস্কার পেয়েছেন। একজন…

মাদক নিতেন তারকা রাঁধুনি নাইজেলা

মাদক নিতেন তারকা রাঁধুনি নাইজেলা
লন্ডন, ২৭ নভেম্বর- টেলিভিশনের তারকা রন্ধনশিল্পী নাইজেলা লাওসেন দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে কোকেন ও অন্যান্য মাদক সেবন করে আসছেন।গতকাল মঙ্গলবার গার্ডিয়ানের এক খবরে বলা হয়, সম্প্রতি নাইজেলার দায়ের করা একটি মামলার বিচারকার্য শুরু হওয়ার আগে আদালত এ তথ্য জানান।লন্ডনের এ আদালত জানান, নাইজেলা নিয়মিত মাদক সেবন…

সেলেনা গোমেজের গেটওয়ে!

সেলেনা গোমেজের গেটওয়ে!
লন্ডন, ২১ নভেম্বর- টিন সেলিব্রেটি সেলেনা গোমেজ ক্যারিয়ারের শুরুটা করেছিলেন গান দিয়ে। সৌন্দর্য ও মেধা দিয়ে পরবর্তীতে প্রবেশ করেন অভিনয়ের জগতে। গান দিয়ে যেমন শ্রোতাদের মন কেড়েছিলেন তেমনি অভিনয় দিয়েও জয় করেছেন দর্শক হূদয়ে। আর তাই এখন তাকে হলিউডের সিনেমায় নিয়মিত দেখা যাচ্ছে। সম্প্রতি তার অভিনীত 'গেটওয়ে'…

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে