Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯ , ৩১ ভাদ্র ১৪২৬

বিএসএফ’র গুলিতে ফের বাংলাদেশী নিহত

বিএসএফ’র গুলিতে ফের বাংলাদেশী নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পারচৌকা সীমান্তে শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।নিহত বাংলাদেশীর নাম ফারুক হোসেন (২৫)। তিনি উপজেলার চৌকা গ্রামের জসিম উদ্দীনের ছেলে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিহতের খবর নিশ্চিত করলেও ওই নাগরিক বাংলাদেশী না ভারতীয় তা জানাতে পারেনি।স্থানীয় সূত্র জানায়, শনিবার ভোর সাড়ে চারটার দিকে পারচৌকা সীমান্তের ৭৫ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার-সংলগ্ন এলাকা দিয়ে ভারত থেকে গরু নিয়ে আসছিলেন ফারুক। এ সময় বিএসএফের সবদেলপুর ক্যাম্পের জওয়ানরা তাকে লক্ষ্য গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়। তার লাশ সীমান্তের ভারতীয় অংশে পড়ে ছিল বলে জানা গেছে।এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন বলেন, “পারচৌকা সীমান্তের ওপারে বিএসএফ’র গুলিতে একজন মারা গেছেন বলে আমরা জেনেছি। তবে ওই ব্যক্তি বাংলাদেশী না ভারতীয় সে ব্যাপারে আমরা নিশ্চিত নই।”

বিএসএফ-এর গুলিতে শিবগঞ্জ সীমান্তে নিহত ১

বিএসএফ-এর গুলিতে শিবগঞ্জ সীমান্তে নিহত… শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তে বিএসএফ-এর গুলিতে রুহুল আমিন নামে ১ বাংলাদেশী নিহত হয়েছে। মনাকষা বিওপি’র কোম্পানি কমান্ডার মো. আবদুল গফুর জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে তারাপুর গ্রামের মো. রুহুল আমিন (৩৫) জমিতে সেচ দেয়ার সময় বিএসএফ সদস্যরা ১৬৮/৪৫-১এস পিলারের কাছ থেকে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালালে গুরুতর আহত অবস্থায় নিজ বাড়ি ফিরে আসার সময় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। …

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে