Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ , ২ শ্রাবণ ১৪২৬

কিশোরগঞ্জে দ্বি-মুখী সংঘর্ষে পুলিশসহ আহত ৫০

কিশোরগঞ্জে দ্বি-মুখী সংঘর্ষে পুলিশসহ… কিশোরগঞ্জে ইসলামী দলগুলোর নেতাকর্মীদের সঙ্গে সোমবার বিকেলে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ পুলিশ সদস্যসহ অন্তত ৫০ জন আহত ও ৩ জন রাবার বুলেট বিদ্ধ হয়েছেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় পুলিশ জেলা ইসলামী ঐক্যজোটের সেক্রেটারি মাওলানা আবুল কাশেমকে আটক করেছে।   গুলিবিদ্ধদের মধ্যে হেলাল নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় ব্যবসায়ী বলে জানা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে ইসলামী ঐক্যজোটসহ সমমনা কয়েকটি দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসূচি ছিল। একই সময়ে জাতীয় পতাকার অবমাননা ও শহীদ মিনারে হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সংসদ এবং সিপিবি ও বাসদের উদ্যোগে পৃথক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়। এনিয়ে সারাদিনই শহরে উত্তেজনা বিরাজ করে। শহরের শহীদি মসজিদে আসরের নামাজের পর ইসলামী দলগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে বিপুল সংখ্যক পুলিশ তাদের ঘিরে রাখে। এসময় মসজিদের ভেতর থেকে পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ও জুতা নিক্ষেপ করতে থাকে নেতাকর্মীরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা মসজিদের বাইরে এসে পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ অর্ধশতাধিক রাউন্ড…

করিমগঞ্জ বাজারে বজ্রপাতে ১২টি দোকানে আগুন, আহত ৫

করিমগঞ্জ বাজারে বজ্রপাতে ১২টি দোকানে… কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা বাজারে বজ্রপাতে ১২টি দোকান পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন।রোববার ভোর সাড়ে ৪টার দিকে বৃষ্টির সঙ্গে এ বজ্রপাতের ঘটনা ঘটে।আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।আহতরা হলেন-জাকির (২৮), আবুল খায়ের (৪২), হেলিম (৪৫), এখলাছউদ্দিন (২৫) ও কাইউম (২৩)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা…

ইটভাটা শ্রমিকের শিকলবন্দি জীবন

ইটভাটা শ্রমিকের শিকলবন্দি জীবন কিশোরগঞ্জ, ২৬ মার্চ- কাজের নির্ধারিত মেয়াদ শেষ হলেও কাজ থেকে মুক্তি মেলেনি তাদের। উল্টো নির্মম প্রহারের পর সাদা স্ট্যাম্পে দস্তখত নিয়ে তাদের দু’পায়ে পরিয়ে দেয়া হয়েছে শিকল। শিকল বাঁধা পায়ে আহত অবস্থায়ও বাধ্যতামূলকভাবে তাদের শ্রম বিক্রি করতে হয়েছে। জোটেনি ওষুধ কিংবা চিকিৎসা। শিকলবন্দি অবস্থাতেই কাটাতে হয় নির্ঘুম রাত। কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় উপজেলার টানজামালপুর গ্রামে…

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে