Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ , ২ শ্রাবণ ১৪২৬

আউল বাউল লালনের দেশে

আউল বাউল লালনের দেশে ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু’। তাই কোনো ধরনের পূর্বপরিকল্পনা ছাড়াই শুধু কুষ্টিয়ায় এক আত্মীয়র ফোন পেয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেললাম, যাবই। লালনের আখড়ার নাম শুনে শুনে বড় হয়েছি, কখনো দেখা হয়নি। ঢাকা থেকে কুষ্টিয়া, এমন কিছু দূর নয়, দূরপাল্লার বাসে ঘণ্টা পাঁচ-ছয় লাগল। বলা চলে, ঘর হতে দুই পা ফেলিয়াই। কুষ্টিয়ায় তখন চলছিল লালন মেলা, টানা পাঁচ দিনের দোল উৎসব। সারা দেশের সব বাউলসাধক তখন কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়ায়। প্রচণ্ড ভিড়। মানুষের ঢল। সন্ধ্যা নামতেই মানুষের স্রোত বাড়তে থাকে। রাত যত বাড়তে থাকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লালনভক্ত, লালনসাধকদের গানে মুখরিত হয়ে ওঠে আখড়া। লালনের গান মুহূর্তেই টেনে নিয়ে যায় অন্য ভুবনে, যেন বাড়ির কাছের সেই অদেখা আরশিনগরে।এখানে আসার অন্য উপলক্ষটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি। কুষ্টিয়া থেকে সামান্য একটু দূরেই শিলাইদহ। সেখানে সবুজে ঘেরা, ছায়াসুনিবিড় রবিঠাকুরের কুঠিবাড়ি। এটি এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে একটি দর্শনীয় স্থান।কবির বাড়ির আঙিনায় হাঁটতে হাঁটতে মনে হয়, একদিন এই বাড়ির এসব আঙিনায় পা পড়ত সেই অসাধারণ মানুষটির, আজ যেখানে হাঁটছি আমি! মাঝখানে কতগুলো বছরের ব্যবধান। বাড়ির বাঁ…

বসন্ত রোগে ১জনের মৃত্যু আক্রান্ত ১০

বসন্ত রোগে ১জনের মৃত্যু আক্রান্ত ১০ দৌলতপুরে বসন্ত রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত রয়েছে একই পরিবারের ছয়জনসহ অন্তত আরও ১০ জন। উপজেলার কামালপুর গ্রামে এ রোগে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের গৌরব নেছা (৬৫) নামে এক বৃদ্ধা প্রায় এক সপ্তাহ আগে পানি বসন্ত রোগে আক্রান্ত হন। এ রোগের পাশাপাশি সে নিউমোনিয়া রোগেও আক্রান্ত হন। চিকিৎসা দেয়ার একপর্যায়ে…

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে