Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯ , ২ শ্রাবণ ১৪২৬

মেহেরপুরে আমে ব্লাকট্রিপ রোগ

মেহেরপুরে আমে ব্লাকট্রিপ রোগ ঘণ কুয়াশায় মুকুল ঝরে পড়ার পর হেপার পোকার আক্রমনে গুটি ঝরে যাবার পর আমের শেষ সমযে এসে ব্যাপক আকারে ব্লাকট্রিপ রোগ দেখা দিয়েছে।জেলায় ভাটা স্থাপনে কোন নিয়ম নীতি না মানার কারণে কালো ধোয়া প্রাকৃতিক বিপর্যয় ডেকে আনছে। প্রশাসনও আইনগত কোন ব্যবস্থা না নেবার কারণে যেখানে সেখানে গড়ে উঠেছে ইটের ভাটা। আবাসিক এলাকা ছাড়াও আমবাগারগুলোর পাশে ভাটা স্থাপনের কারণে আমবাগানগুলোও এখন তির সম্মুখিন।এবার জানুয়ারি মাসে আমবাগানগুলোতে মুকুল আসলে ঘণ কুয়াশা মুকুলের মারাত্মক তি করে। আমের গুটি আসলে তীব্রতাপদাহের সাথে হেপার পোকার আক্রমন এবং ঝড়ে আম ঝরে পড়ায় আম চাষীরা ব্যাপকভাবে তিগ্রস্থ হয়। গত বছর যেখানে ২০ কোটি টাকার আম উৎপাদন হয়েছিল এবার সেখানে একের পর এক প্রাকৃতিক দূর্যোগের কারণে আমচাষীরা তির সম্মুখিন।মেহেরপুরে সুস্বাদু আমের মধ্যে আছে হিমসাগর, দুধসাগর, বোম্বাই, তিলি বোম্বাই, লেংড়া, বেকি, মধু গুলগুল, রাণী ইত্যাদি। মাটির গুণে এই জেলার আম সুস্বাদু‘র কারণে কথিত আছে “এখানকার আম দিয়ে লাল ফিতায় আটকে যাওয়া ফাইলেরও গতি বেড়ে যায়।”জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কৃষি অফিসার এস এম নূর উদ্দীন আবু আল- হালিম জানান, ইটভাটার কালো ধোয়ার কারণে আমে ব্লাকট্রিপ রোগ দেখা দিয়েছে। এবার আমচাষের জন্য মেহেরপুর জেলা অফ ইয়ার হলেও ১৫ কোটি টাকার আম উৎপাদন ল্যমাত্রা…

অস্ত্র গুলি বোমাসহ জিয়ারুল আটক

অস্ত্র গুলি বোমাসহ জিয়ারুল আটক মেহেরপুরের গাংনী উপজেলার গোয়ালগ্রামের আতাহার আলী ও হাবিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জিয়ারুল ইসলামকে শুক্রবার ভোরে আটক করেছে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে পাইপগান, দুটি গুলি ও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়।

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে