ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচনের ওপর হাই কোর্টের দেয়া স্থগিতাদেশের মেয়াদ আরো তিন মাস বাড়িয়েছেন হাই কোর্ট।
সোমবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ সময় বাড়ানোর এ আদেশ দেন।
রিটের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ সোমবার আদালতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন করে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো মোখলেসুর রহমান।
শুনানি শেষে আদালত স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেন।
এ নিয়ে ডিসিসি নির্বাচনের ওপর স্থগিতাদেশের মেয়াদ দ্বিতীয় দফা বাড়ানো হলো। গত ১৬ এপ্রিল হাই কোর্ট তিন মাসের জন্য এ নির্বাচন স্থগিত করে। এরপর গত ২৩ জুলাই ওই স্থগিতাদেশের মেয়াদ তিন মাসের জন্য বাড়ানো হয়।
পূর্বের নির্দেশ মোতাবেক এই স্থগিতাদেশের মেয়াদ আগামী ১৬ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল।
এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশনে ২৪ মে ভোট হওয়ার কথা ছিল।
গত এপ্রিলে ঢাকার দুই সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করা পর্যন্ত ডিসিসি নির্বাচন স্থগিত করার জন্য একটি রিট করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১৬ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এক আদেশে ‘যথাসম্ভব দ্রুত’ ঢাকার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করতে বলেন। একইসঙ্গে নির্বাচনের তিন মাস আগ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করতে বলা হয়। আইন অনুযায়ী, সব কাজ শেষ করে দ্রুত নির্বাচন করতে বলে আদালত।