পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অনুসন্ধানে একটি তিন সদস্যের প্যানেল গঠন করেছে বিশ্ব ব্যাংক। তিন সদস্যের এ প্যানেলের প্রধান করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের সাবেক চিফ প্রসিকিউটর লুই মোরেনো ওকাম্পোকে। নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে গত জুনে বিশ্ব ব্যাংক তাদের প্রস্তাবিত ঋণ প্রস্তাব বাতিল ঘোষণা করে। পরে বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের সব শর্ত মেনে নেওয়ায় সংস্থাটি শর্ত বাস্তবায়ন সাপেক্ষে পদ্মা সেতু প্রকল্পে ফেরার ঘোষণা দেয়। শর্ত অনুযায়ী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন সৈয়দ আবুল হোসেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমানকে ছুটিতে পাঠানো হয়। দুর্নীতি দমন কমিশনও তদন্তে নতুন তদন্ত দল গঠন করে।