Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯ , ২৩ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (164 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-০৫-২০১২

ধর্মপাশায় ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে আটক ২


	ধর্মপাশায় ব্যাংক ডাকাতির প্রস্তুতিকালে আটক ২

সুনামগঞ্জের ধর্মপাশা বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ডাকাতির প্রস্তুতিকালে ব্যাংকের পাহারাদারসহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন- ময়মনসিংহ জেলার গফর গাঁও থানার কৈতর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সুজন(২৬) এবং নেত্রকোণা জেলার মদন থানার কদমশ্রী গ্রামের আপ্তাব আলী চৌধুরীর ছেলে রাজ (২৫)।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ কৃষি ব্যাংক ধর্মপাশা সুপারভাইজার বিকাশ রঞ্জন সরকার জানান, বিকেলে তিনি হঠাৎ ব্যাংকের দিকে যান। এ সময় ব্যাংকের ভেতরে শব্দ শুনতে পেয়ে ব্যাংকের দরজার সামনে গিয়ে দেখে ব্যাংকের পাহারাদার সালাম ওরফে সুজনসহ ৩ জন লোক ভেতরে।
বন্ধের দিনে ব্যাংকের ভেতরে পাহারাদারের সঙ্গে অচেনা লোক দেখে সুপার ভাইজারের সন্দেহ হলে তিনি চিৎকার দেন। এ সময় এলাকার লোকজন এসে তাদের ঘেরাও করে ২ জনকে আটক করলেও নুরুল নামে আরও একজন পালিয়ে যান।
এ বিষয়ে ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম জানান, এ ব্যাপরে সুপারভাইজার বিকাশ রঞ্জন সরকার বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে