কলকাতা, ২৭ মার্চ- আসছে পহেলা বৈশাখে মুক্তি পাওয়ার কথা রয়েছে শামীম আহমেদ রনি পরিচালিত ‘ধ্যাততেরিকি’ ছবিটির। তাই ছবির পুরো কাজ শেষ করতে তাড়াহুড়ো করছেন পরিচালক। থাইল্যান্ডে গানের শুটিং করার কথা থাকলেও তা এফডিসিতেই সেরেছেন। একসাথে চারটি গানের চিত্রায়ন করেছেন বলেও জানা গেছে।
জানতে চাইলে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘আসলে আমরা ছবিটি বৈশাখে ছবি মুক্তি দেব। তাই এতো আয়োজন। এফডিসির তিন ও চার নম্বর ফ্লোরে একসাথে চারটি গানের শুটিং হয়েছে। আশা করি সময় মতো সব হয়ে যাবে।’
আবদুল্লাহ জহির বাবু’র চিত্রনাট্যে ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, রোশান ও নবাগত ফারিন। কমেডি ধাঁচের এ ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।
এফ/১৭:৫২/২৭মার্চ