নরসিংদী শহরের পৌর এলাকার বীরপুর মহল্লার বাসিন্দা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার মো. শাহজাহান মিয়াকে (৫০) গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার বাড়ির সামনে সশস্ত্র সন্ত্রাসীরা প্রথমে তাকে গুলি করে। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আসাদুজ্জামান জানান, নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এবিষয়ে বিস্তারিত আর কিছু জানাতে পারেনি পুলিশ।