রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে তিন’শ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতের নাম ওমর ফারুক।
শনিবার বিকেলে এ অভিযান পরিচালিত হয়।
রোববার দুপুর ১২টায় গোয়েন্দা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ নাসির উদ্দীন বলেন, গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (দক্ষিণ) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানাধীন ১নং বিবির বাগিচা রোড সংলগ্ন নূর কমিউনিটি সেন্টারের নিচ তলায় ডাচ্ বাংলা বুথের সামনে ইয়াবা কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ওমর ফারুক (২১) নামের এক যুবককে ৩শ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি বলেন, এ ব্যাপারে যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।