জাতীয় সংসদের গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আফসার উদ্দীনের মোরগ প্রতীকের এজেন্টদের বেশ কয়েকটি ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠেছে।
স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দিন আহমেদ খানের এজেন্টদের বেশ কিছু ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন প্রার্থীর ছেলে মোক্তাদির আহমেদ।
তিনি নির্বাচনী এলাকার বেশ কিছু কেন্দ্র থেকে নৌকা প্রতীকের সমর্থকরা আমাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
মোস্তাফিজ বলেন, উপজেলার বড়হর ভোট কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওয়াজউদ্দিন মোল্লা ভোটরাদেরকে নৌকা প্রতীকে ভোট দিতে চাপ প্রয়োগ করছেন।
এছাড়া কাপাসিয়া কড়িহাটা ইউনিয়নের পেচুরদিয়া কেন্দ্রে মজিবুর মাস্টার নামে এক মোরগ সমর্থককে প্রিসাইডিং অফিসার নিজেই বের করে দিয়েছেন।
উপজেলার সিংহশ্রী ইউনিয়নের কপালেশ্বর কেন্দ্রে আমাদের এজেন্ট ফরিদকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। একইভাবে পাবুর ও ঘাগুঠিয়া কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়।
তিনি বলেন, আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট ও রিটানিং অফিসারকে জানিয়েছি।
এ বিষয়ে ঘাগুটিয়া কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ওয়াজেদুর রহমান খান বলেন, কোনো প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেনি। সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
তিনি এও বলেন, সকাল ৮টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত ১০ ভাগ ভোট কাস্ট হয়েছে। কোনো ধরনের সমস্যা হয়নি।
উল্লেখ্য, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ রোববার সকাল ৮টায় শুরু হয়।