জাতীয় সংসদের গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাজউদ্দীন আহমদের কন্যা আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমি।
রোববার সকাল ৯টা ৫ মিনিটে নিজ ইউনিয়ন দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের একথা জানান তিনি।
তিনি বলেন, “নির্বাচনের ফলাফল যাই হোক মেনে নেব।”
এর আগে রিমির চাচা সাবেক পূর্ত প্রতিমন্ত্রী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফসারউদ্দীন আহমদ খান ওই একই কেন্দ্রে সকাল ৮টা ২০ মিনিটে ভোট দিয়ে বেড়িয়েই প্রহসনের নির্বাচন হচ্ছে বলে দাবি করেন। এমনকি নির্বাচনের ফল মেনে নেবেন না বলেও সাংবাদিকদের জানান।
চাচার অভিযোগের প্রেক্ষিতে রিমি জানান, তিনি (আফসারউদ্দীন আহমদ খান) শুরু থেকেই একই জায়গায় রয়েছেন। একটার পর একটা অভিযোগ করেই যাচ্ছেন।
“সব অভিযোগের জবাব নির্বাচন কমিশন অফিসে দেওয়ার পর তা মিথ্যা প্রমাণিত হয়েছে” বলেন রিমি।
ভোট কেন্দ্রে যাবার আগে পারিবারিক কবরস্থানে প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করেন সিমিন হোসেন রিমি। ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন।