Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ , ২৯ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৩-০২-২০১৭

পুনে টেস্টে 'পিচ ফিক্সিং'! পুলিশী তদন্তের দাবি!

পুনে টেস্টে 'পিচ ফিক্সিং'! পুলিশী তদন্তের দাবি!

পুনে, ০২ মার্চ- অস্ট্রেলিয়ার কাছে পুনে টেস্টে ভরাডুবির ঘটনা ভুলতে পারছে না ভারতের সমর্থক ও ক্রিকেটসংশ্লিষ্ট ব্যক্তিরা। ইতিমধ্যেই জঘন্য উইকেট তৈরির জন্য বিসিসিআইকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আইসিসি। সেই বিতর্কে যেন ঘি ঢাললেন সদ্য সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব এবং পুনে ক্রিকেটের প্রধানতম ব্যক্তি অজয় শিরকে। তিনি যা বললেন তা ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন!

পুনের সেই বিতর্কিত পিচ নিয়ে সংবাদমাধ্যমকে ক্রুদ্ধ অজয় শিরকে বলেন, ''ম্যাচ ফিক্সিংয়ের পরে এ বার ক্রিকেটে এসে গেছে পিচ ফিক্সিং। সেটাই হয়েছে পুনেতে। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে খারাপ পিচের জন্য। কিন্তু এমসিএর তো কোনো দোষই নেই। ওরা কি এই উইকেট বানিয়েছে নাকি? এটা তো ভারতীয় দল বানিয়েছে বোর্ড থেকে কিউরেটর নিয়ে এসে। ''

শিরকের দাবি, ''আইসিসি-র জবাবদিহি চাওয়া উচিত বোর্ডের কিউরেটর ও ভারতীয় দলের কাছে যে, কী ভাবে এই উইকেটে একটা টেস্ট ম্যাচ হল! এমসিএর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে থাকার সুবাদে আমার পরামর্শ, হাটে হাড়ি ভেঙে দাও। কারা ভাল উইকেটকে খারাপ করল? মুখোশটা খুলে দাও। ''

শিরকে নজিরবিহীন দাবি জানিয়ে বললেন, "পুনের পিচ কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত হোক। সিবিআই তদন্ত করতে এলে আমরা সমস্ত ফোন কলের রেকর্ড জমা দেব।  ভারতীয় দল থেকে কে বা কারা আমাদের অ্যাসোসিয়েশনে ফোন করে এমন পিচ বানাতে বলল। কারা জোর দিতে থাকল যে, ঘূর্ণি বানাতেই হবে। সব ফাঁস করে দেব। ''

আপনি কারও নাম করবেন? অস্ফুটে এক জনের নাম নিলেন শিরকে। তার পরেই বললেন, ''না থাক। সেটা তদন্ত করেই দেখা হোক। কত বার অ্যাসোসিয়েশনর দফতরে ওদের ফোন এসেছে, সেটাও দেখাব। ''

এফ/২০:৫৫/০২মার্চ

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে