Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ২১ আগস্ট, ২০১৯ , ৬ ভাদ্র ১৪২৬

গড় রেটিং: 2.7/5 (46 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-২৮-২০১২

বাংলাদেশে প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে নতুন উদ্যোগ


	বাংলাদেশে প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে নতুন উদ্যোগ

সম্প্রতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে বেসিস ইন্সটিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কাওরানবাজারস্থ বেসিস অডিটরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসিস সভাপতি মাহবুব জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও প্রতিমন্ত্রী অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী এবং ইউনিভার্সিটি অফ এশিয়া-প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেসিসের মহাসচিব ফোরকান বিন কাশেম। বিআইটিএমএর ওপর একটি তথ্যভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন বেসিসের সিনিয়র সহ-সভাপতি এ কে এম ফাহিম মাশরুর এবং বিশিষ্ট তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং বিআইটিএমবিষয়ক পরামর্শক মিস ড্যানিয়েল ল্যালোন্ডি। প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী তরুণ প্রজন্মকে যুগোপযোগী ও বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার ব্যাপারে এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত সবার প্রতি আহ্বান জানান। তিনি আরো উল্লেখ করেন, বর্তমান সরকার ঘোষিত ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ তথা আধুনিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে তথ্য প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই বলে উল্লেখ করে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রতিও গুরুত্বারোপ করেন। তিনি বিআইটিএমএর মাধ্যমে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট সব উদ্যোক্তাদের সাধুবাদ জানান। বক্তাগণ তাদের বক্তৃতায় বিআইটিএম প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা বলেন, বেসিসের উদ্যোগ প্রকৃতপক্ষে বেসিস কর্তৃক গত কয়েক বছর ধরে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতার একটি ফলশ্রুতি। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছর যে বিপুল সংখ্যক কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েট বের হচ্ছে তাদের তথ্যপ্রযুক্তি শিল্পের উপযোগী দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হবে। বিআইটিএমকে একটি বিশ্বাসযোগ্য এবং সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে বেসিস নেতৃবৃন্দ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। বিআইটিএমএর মাধ্যমে সফটওয়্যার ও আইটিইএস কোম্পানিগুলোকে সার্টিফিকেশনে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া, ঊর্ধ্বতন এবং মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকদের জন্য বিশেষ কৌশলগত এবং ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে তাদের ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধিতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও বক্তাগণ তুলে ধরেন। অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী বিআইটিএমএর নামফলক উন্মোচন করে বিআইটিএমএর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রতিষ্ঠান সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে যোগাযোগ করা যাবে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজারের সঙ্গে।

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে