Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯ , ২৯ অগ্রহায়ণ ১৪২৬

গড় রেটিং: 2.7/5 (18 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-২২-২০১১

হুমকির মুখে চীনের মহাপ্রাচীর

হুমকির মুখে চীনের মহাপ্রাচীর
বিশ্বের সপ্তাচর্য চীনের মহাপ্রাচীর দেখতে প্রতিবছর লাখ লাখ পর্যটক ভিড় করেন। দেশটির ১১টি প্রদেশে বিস্তৃত ছয় হাজার কিলোমিটার দীর্ঘ এই সপ্তাচর্য এখন হুমকির মুখে পড়েছে। প্রাচীরের অদূরেই খনিজ উত্তোলন হুমকির মুখে ফেলেছে প্রাচীরকে। এর ভিত্তির ইট ও পলেস্তরা খসে পড়ায় ঝুঁকি আরও বেড়েছে। এর সংরক্ষণের দায়িত্বে থাকা ?গ্রেট ওয়াল সোসাইটি? ও আশপাশের বাসিন্দারা প্রাচীরের স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।

হুমকির মুখে চীনের মহাপ্রাচীর
বিশ্বের সপ্তাচর্য চীনের মহাপ্রাচীর দেখতে প্রতিবছর লাখ লাখ পর্যটক ভিড় করেন। দেশটির ১১টি প্রদেশে বিস্তৃত ছয় হাজার কিলোমিটার দীর্ঘ এই সপ্তাচর্য এখন হুমকির মুখে পড়েছে। প্রাচীরের অদূরেই খনিজ উত্তোলন হুমকির মুখে ফেলেছে প্রাচীরকে। এর ভিত্তির ইট ও পলেস্তরা খসে পড়ায় ঝুঁকি আরও বেড়েছে। এর সংরক্ষণের দায়িত্বে থাকা ?গ্রেট ওয়াল সোসাইটি? ও আশপাশের বাসিন্দারা প্রাচীরের স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করেছে।

রয়টার্স জানায়, পর্যটকদের চলাচলের মূল অংশের বাইরে এর ভিত্তিমূলের বেশকিছু অংশ ধসে পড়তে শুরু করেছে। এর মূল কারণ, ভিত্তিমূলের কাছাকাছি খনি থেকে উত্তোলন করা হচ্ছে লোহা, তামা, নিকেলের মতো খনিজ।
এ প্রসঙ্গে গ্রেট ওয়াল সোসাইটির ভাইস চেয়ারম্যান ডং ইয়াওহুই জানান, তাঁদের সংরক্ষণের প্রচেষ্টা ও উদ্যোগে কোনো কাজ হবে না। কারণ, সরকারই সেখানে খনিজ সম্পদ উত্তোলনের অনুমতি দিয়েছে। তবে খনিজ সম্পদ ব্যুরো দাবি করেছে, অল্পসংখ্যক খননকাজ অনুমতি ছাড়াই করা হচ্ছে। এ পরিস্থিতিতে ডং ইয়াওহুই খনিজ উত্তোলন বন্ধ করতে আইন প্রণয়নসহ বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
চীনা কর্তৃপক্ষ ২০০৬ সাল থেকে প্রাচীরের স্থাপনা লুণ্ঠনের চেষ্টা বন্ধ করলেও প্রাচীরের দূরবর্তী এলাকাগুলোতে এ পদক্ষেপ নেওয়া হয়নি। বিশেষজ্ঞদের মতে, এ প্রাচীরের ৭০ শতাংশই ধ্বংসের পথে, কেবল ২০ ভাগ ভালোভাবে টিকে আছে।
তবে খনিজ উত্তোলনই এ প্রাচীরের হুমকির একমাত্র কারণ নয়। ১৯৩৭ থেকে ১৯৪৫ পর্যন্ত চলা চীন-জাপান যুদ্ধে বোমা হামলা এবং পঞ্চাশ থেকে ষাটের দশকে চলা গ্রামবাসীর লুণ্ঠনকেও এ হুমকির কারণ হিসেবে শনাক্ত করা হয়েছে।

এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে