Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ , ১ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 2.9/5 (49 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৯-১০-২০১২

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়েব পোর্টাল উদ্বোধন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়েব পোর্টাল উদ্বোধন
জনগণের সঙ্গে সিটি করপোরেশনের মধ্যে থাকা অঘোষিত দেয়াল ভাঙতে ও জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছানোর উদ্দেশ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়েব পোর্টাল (www.ncc.org.bd)  উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে নগর ভবনের সভা কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ওয়েব পোর্টালের উদ্বোধন করেন।
ওয়েব পোর্টাল উদ্বোধন করে মেয়র আইভী সাংবাদিকদের উদ্দেশ্যে গঠনমূলক সমালোচনা করার আহবান জানিয়ে বলেন, ‘‘আপনারা গঠনমূলক সমালোচনা করলে কাজ করতে সুবিধা হবে। কারণ, সমালোচনার মাধ্যমে আমাদের অনেক কিছু সংশোধন করার সুযোগ থাকে।’’
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের কাছে ওয়েব পোর্টালটি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনউল্লাহ নূরী।
নূরী জানান, এখন থেকে নিয়মিত পোর্টাল আপডেট করা হবে। সাধারণ মানুষ এখন সিটি করপোরেশনের মেয়রসহ অন্যদের ই-মেইল করে তাদের সমস্যা জানাতে পারবেন। প্রত্যেক দিন সকাল ১০টায় প্রাপ্ত ই-মেইলগুলো মেয়রকে দেওয়া হবে।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে দেখা যায়, সাধারণ মানুষ মেয়রকে ফোন করতে সংকোচ বোধ করেন। এসব কারণেই জনগণকে আরো কাছে পেতে ও তাদের সুবিধা প্রদানের জন্যই পোর্টালটি চালু থাকবে। এতে সিটি করপোরেশনের সকল সভার সিদ্ধান্তসহ গুরুত্বপূর্ণ অনেক তথ্য থাকবে।
এছাড়া সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ড নিয়ে আলাদা আলাদা পাতা রয়েছে। এখানে ওই সব ওয়ার্ড কাউন্সিলর, সংরিক্ষত নারী কাউন্সিলরদের ছবি সম্বলিত তাদের তথ্য, ওয়ার্ডের ম্যাপ, ফোন নাম্বারসহ অন্য তথ্য রয়েছে।
ওয়েব পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের কাউন্সিলরদের পাশাপাশি নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবানী শঙ্কর রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

নারায়নগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে