টোকিও, ১২ নভেম্বর- তিনদিনের সফরের শেষ দিনে জাপানি প্রধানমন্ত্রী শিনজে আবের সঙ্গে বুলেট ট্রেনে চেপে রাজধানী টোকিও থেকে কোবিতে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ কোবিতে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মোদি-আবে।জাপান সফরের শেষদিনেকে আরও স্মরণীয় করতেই বুলেট ট্রেনে যাত্রা করলেন বলে জানায় এনডিটিভি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরুপ টুইট বার্তায় বলেন, দুদেশের সম্পর্ক জোরদার করতেই মোদি জাপানি প্রতিনিধি দলের সঙ্গে টোকিও স্টেশনে যান।
“এক অসাধারণ ট্রেন ভ্রমণে এক অসাধারণ বন্ধুত্ব” শিরোনামে তিনি অন্য এক টুইট বার্তায় এই দুই নেতার ট্রেন ভ্রমণের ছবি প্রকাশ করেন।
একই প্রযুক্তি ব্যবহার করে মুম্বাই-আহমেদাবাদ উচ্চ গতির রেলওয়ে সার্ভস চালু করা হবে। মোদির জাপানে সফরের তিনদিনের আজ শেষ দিন। তিনি বৃহস্পতিবার টোকিওতে পৌঁছান এবং শুক্রবার জাপানের রাজা আকিহিতোর আমন্ত্রণে তার সঙ্গে দেখা করেন। দুই বছরের মধ্যে এটি দ্বিতীয় দফায় মোদির জাপান সফর।
এফ/১৬:১২/১২ নভেম্বর