DESHEBIDESHE
টরন্টো, শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯ , ৩০ অগ্রহায়ণ ১৪২৬
গড় রেটিং: 3.0/5 (88 টি ভোট গৃহিত হয়েছে)
আপডেট : ০৮-৩১-২০১২
নীলফামারীতে চেয়ারম্যানসহ ৫ জনের নামে মামলা
দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে নীলফামারীতে ইউনিয়ন চেয়ারম্যানসহ ৪ ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে নীলফামারী সদর থানায় মামলাটি করেন নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবুল আসাদ আহমেদ। মামলায় অভিযুক্তরা হলেন, নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়ন চেয়ারম্যান ডা. এনামুল হক, ৪ নাম্বার ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান, ৫ নাম্বার ওয়ার্ড সদস্য আল আনসারুল, ৭ নাম্বার ওয়ার্ড সদস্য লাল বাবু এবং ৮ নাম্বার ওয়ার্ড সদস্য মামিনুল ইসলাম। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল আসাদ আহমেদ জানান, গত ১৪ আগস্ট দুস্থদের মাঝে বরাদ্দকৃত চাল কম দিয়ে ৫ বস্তা চাল আত্মসাতের জন্য রাখা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় জনগণ কর্তৃক প্রমাণ পাওয়া যায়। নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আক্কাস আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করেছে।
Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper