Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ , ২২ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.2/5 (89 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ১০-৩১-২০১৬

প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলবাসী

প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলবাসী

লালমনিরহাট, ৩১ অক্টোবর- দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের অবসানের পর এবার প্রথমবারের মতো লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহলের অন্তর্ভুক্ত ৩ উপজেলার ৮টি ইউনিয়নের বাসিন্দারা ভোট দিচ্ছেন।

আজ সোমবার সকাল ৮টায় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার ৮ ইউনিয়নে ২৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের ৮ জন, বিএনপির ৭ জন, জাতীয় পার্টির ২ জন, ইসলামী শাসনতন্ত্রের ১ জন, আওয়ামী লীগ বিদ্রোহী ৩ জন ও স্বতন্ত্র পদে ৭ জন।

গত বছর বহু প্রতীক্ষিত বাংলাদেশ-ভারতের সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে নানা বঞ্চনার অবসান হয় ছিটবাসীদের। বাংলাদেশের ৫১টির বিনিময়ে ভূ খণ্ডের মধ্যে থাকা ভারতের ১১১টি ছিটমহলের বাসিন্দারা পায় এদেশের নাগরিকত্ব।

এফ/১৫:১৮/৩১ অক্টোবর

লালমনিরহাট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে