বিদ্যুতায়িত হয়ে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার একটি লোহা কারখানায় উজ্জল চন্দ্র কর্মকার (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
উজ্জল রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কামারপাড়া এলাকার পূর্ণ চন্দ্র রায়ের ছেলে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, দুপুর ২টার দিকে কাজ শেষে বন্ধ থাকা বৈদ্যুতিক স্ট্যান্ড ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুতায়িত হন উজ্জ্বল। আশংকাজনক অবস্থায় তাঁকে সৈয়দপুর ১০০শয্যা হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
উল্লেখ্য, নিহত শ্রমিক সৈয়দপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শাহিনের লোহা কারখানায় কাজ করতেন।