Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৯-১৫-২০১৬

লবণের সংকট আর থাকবে না: বাণিজ্যমন্ত্রী

লবণের সংকট আর থাকবে না: বাণিজ্যমন্ত্রী
তোফায়েল আহমেদ

ঢাকা, ১৫ সেপ্টেম্বর- লবণের সংকট আর থাকবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘অল্প কয়েকদিনের মধ্যে লবণের দাম স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। ঈদের আগে দেড় লাখ টন লবণ আমদানি করা হয়েছে। ঈদের তিন দিন আগে আরও এক লাখ টন লবণ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে নিজ দফতরে মন্ত্রী এসব কথা বলেন। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন উপিস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত দেশ। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের দারিদ্র্যতার হার ১০ শতাংশের নিচে নেমে আসবে। ইতোমধ্যে আমরা এই হার ২২ শতাংশে আনতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ‘দারিদ্র্য বিমোচনে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, তা বিশ্বের মডেল হিসেবে পরিচিতি পেয়েছে।’

তোফায়েল আহমেদ বলেন, ‘অতীতের তুলনায় মানুষের মধ্যে কোরবানি দেওয়ার সক্ষতা বেড়েছে। বাংলাদেশর রাজনৈতিক, সামাজিক ও অর্থনেতিক অবস্থার উন্নতি হয়েছে।’ তিনি বলেন, ‘টঙ্গীতে কারখানায় দুর্ঘটনা ছাড়া আর কোথাও কোনও দুর্ঘটনা ঘটেনি।আর টঙ্গীর দুর্ঘটনায় যাদের গাফিলতি ছিল, তাদের অবশ্যই সাজা পেতে হবে।’

এফ/১৬:২৫/১৫ সেপ্টেম্বর 

জাতীয়

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে