জীবনে কতগুলো প্রেম করেছেন, জিজ্ঞাসা করলে অধিকাংশ লোকই হয়তো আঙুলের কর গুণতে শুরু করবেন! কিন্তু যদি প্রশ্ন করা হয়, জীবনে কতগুলো প্রেমিক-প্রেমিকার বিয়েতে অংশ নিয়েছেন বা বিয়ের খবর হজম করেছেন? এবার গুনতে গেলে বেশি দূর গড়াবে না নিশ্চয়ই! মজার বিষয় হচ্ছে, ব্যাপারটিকে প্রেমিকেরা কীভাবে দেখে সেটি নিয়ে এবার ঈদে নাটক নির্মাণ করা হয়েছে। নাম- প্রেমিকার বিয়ে!
এতে প্রেমিক হিসেবে দেখা যাবে মিশু সাব্বিরকে। কী করবেন তিনি? অন্য চরিত্রে থাকছেন সোনিয়া হোসেন, আইরিন আফরোজ, নাফিসা কামাল ঝুমুর, শান্তা রহমান, লাবণ্যসহ অনেকে।
নাটকটি লিখেছেন আহমেদ খান হীরক আর ফাহমিদুর রহমান। পরিচালনায় আছেন তানভীর সানি। এটি আজ (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় দীপ্ত টিভিতে দেখানো হবে। নাটকটি প্রযোজনা করেছেন শহীদুজ্জামান তালুকদার।
এফ/১৬:১২/১৫ সেপ্টেম্বর