Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 3.0/5 (10 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৯-১৩-২০১৬

সালমানের নাম যখন আব্দুর রাশিদ!  

সালমানের নাম যখন আব্দুর রাশিদ!

 

সিনেমার জগতে এসে অথবা নানান কারনে নিজের নামের অনেকটাই বদলে ফেলেছেন বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীই। কিছু তারকার নাম তো একেবারেই অন্যরকম হয়ে গিয়েছে। চলুন দেখে নেয়া যাক বলিউডের জনপ্রিয় তারকাদের এই নাম পরিবর্তনের কাহিনী।

সালমান খান
বলিউডের ভাইজানের পুরো নাম কী জানেন? আব্দুর রাশিদ সেলিম সালমান খান! এই নামেরই শেষ অংশটুকু নিয়ে এখন বিনোদন জগতের মহাতারকা তিনি।


জ্যাকি শ্রফ
আশির দশকে তিনি ছিলেন বলিউডের পর্দা কাঁপানো অ্যাকশন হিরো। যুগের সাথে তাল মিলিয়ে নামটাও রেখেছিলেন বেশ ওজনদার! কিন্তু আসলে তার নাম ছিল জয়কিশান কাকুভাই!


আকশায় কুমার:
আকশায় কুমারের আসল নাম ‘রাজীব হরিমন ভাটিয়া’। রুপালী পর্দায় আসার আগেই নিজের নাম পরিবর্তন করেন তিনি।


প্রিতি জিনতা:
বাবা-মা নাম রেখেছিলেন প্রিতম সিংহ জিনতা। বড় পর্দায় সেই নামই হয়ে গেল প্রিতি জিনতা।


রজনীকান্ত
যেনামে আজ দুনিয় জোড়া খ্যাতি তার, রজনীকান্তের আসল নাম কিন্তু মোটেও সেটা নয়। বাবা মায়ের রাখা নাম শিভাজি রাও গায়কোয়াড় পুরোপুরি বদলে নিজের এই নাম রাখেন তিনি।


অমিতাভ বচ্চন:
ছোটবেলায় বিগবি’র নাম রাখা হয়েছিল ইনকিলাব রায় শ্রিভাস্তাভ। পরে অমিতাভের বাবাই পরিবর্তন করেন ছেলের নাম।


রেখা
ছোট্ট একটি নাম; কিন্তু কী অপার তার মহিমা! বলিউডের সর্বকালের সর্বসেরা সুন্দরীদের একজন রেখার পিতৃদত্ত নাম  ছিল ভানুরেখা গানেশান। পরে তা কেটে ছেঁটে শুধু রেখা নামেই পরিচিতি পান তিনি।


দিলীপ কুমার:
বলিউডে পা রেখেই মোহাম্মদ ইউসুফ খান নামটি ঝেড়ে ফেলে তিনি হয়ে যান ‘দিলীপ কুমার’।


রানবির সিং
তার আসল নাম ছিল জোভিলাল রানবির সিং ভাবনানি।  এখন তিনি শুধুই রানবির সিং।

সানি লিওনি
পাঞ্জাবী বংশের মেয়ে সানি লিওনির আসল নাম ছিল ‘করনজিৎ কৌর’। পরে তিনি সানি লিওন নামেই নিজেকে পরিচিত করেন।


মিঠুন চক্রবর্তী:
তার আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। কিন্তু ‘মিঠুন’ নাম নিয়েই পরে তিনি জনপ্রিয় হন।


মধুবালা
রূপ আর অভিনয়ের অসাধারণ মেলবন্ধন তিনি। কিন্তু মধুবালার আসল নামের সঙ্গে কিন্তু একটুও মিল নেই তার ব্যবহারিক নামের। তার আসল নাম ছিল মমতাজ জাহান বেগম দেহেলভি।


শ্রীদেবী
তার আসল উচ্চারণ করতে হিমশিম খাবেন অনেকেই! দক্ষিণের এই সুন্দরীরর পুরো নাম যে শ্রী আম্মা ইয়াঙ্গের আয়াপ্পান! পরে তিনি হয়ে গেলেন শ্রীদেবী।

কিশোর কুমার:
কিশোর কুমার তার প্রকৃত নাম নয়। আভাস কুমার গঙ্গোপাধ্যায় থেকেপরবর্তীতে কিশোর কুমার নামে জনপ্রিয় হন তিনি।


টাবুঃ
কখনও কি ভেবেছেন, ‘টাবু’ নামটির অর্থ কি? আসলে, নব্বইয়ের দশকের এই অভিনেত্রীর আসল নাম ছিল তাবস্‌সুম হাসিম খান। পরে তাবাসসুমই হয়ে গেলেন টাবু!


মীনা কুমারী:
বলিউডের ‘কুইন অব ট্র্যাজেডি’ বলা হয় তাকে। তবে বড় পর্দায় এসেই তাঁর নাম হয়েছিল মীনা কুমারী। আসলে তার নাম ছিল মেহজাবিন বানু।

এফ/১৬:২৫/১৩ সেপ্টেম্বর

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে