Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.9/5 (16 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৯-১৩-২০১৬

প্রথম মুসলিম মহিলা পাইলট পেতে চলেছে ভারত

প্রথম মুসলিম মহিলা পাইলট পেতে চলেছে ভারত

হায়দরাবাদ, ১৩ সেপ্টেম্বর- বাণিজ্যিক ফ্লাইটে এবার দেশে পেতে চলেছে প্রথম মুসলিম মহিলা পাইলটকে৷ এই লাইসেন্স পেতে চলেছেন হায়দরাবাদের সৈয়দা সালভা ফতেমা৷ নিউজিল্যান্ডে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য সরকারি অনুদান হিসাবে আপাতত ১০ লক্ষ টাকা পেয়েছেন ফতেমা৷

২০১৫ সালে মার্চে তেলেঙ্গানার চন্দ্রশেখর রাওয়ের সরকার তাঁকে ৩৫.৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন৷ কিন্তু সেই বছর তেলেঙ্গানা রাজ্য এভিয়েশন অ্যাকাডেমি এই প্রশিক্ষণটির ব্যবস্থা না করতে পারায় দেড় বছর ফতেমাকে অপেক্ষা করতে হয়৷ এ বছর স্থানীয় বিধায়ক আকবরউদ্দিন ওয়েসির তৎপরতায় ফতেমা অনুদানের জন্য বরাদ্দের আংশিক টাকা পান৷

কিন্তু কেন এই অনুদান পেতে তাঁর এত সময় লাগল? সদুত্তর না পাওয়া গেলেও সরকারের পক্ষ থকে জানানো হয়েছে, পুরনো নিয়ম অনুযায়ী অনুদানের টাকা সরাসরি ব্যক্তিকে দেওয়া হত৷ কিন্তু নতুন সিদ্ধান্তে ঠিক করা হয় এই টাকা সরাসরি এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্রকেই দেওয়া হবে৷ তাই ফতেমা নির্দিষ্ট কোর্সে ভর্তি হতে সময় নেওয়ায় অনুদানের টাকা আটকে যায়৷ কিন্তু যে মুহূর্তে তিনি ভর্তি হয়ে যান টাকা ওই কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়৷

ফতেমার অবশ্য দাবি, ২০১৫ সালেই তিনি নির্দিষ্ট কোর্সটির টেকনিকাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন৷ কিন্তু সেই বছর তেলেঙ্গানা রাজ্য এভিয়েশন প্রশিক্ষণ কেন্দ্র কোর্সটি পিছিয়ে দেয়৷ তিনি অন্য একটি কেন্দ্রে যোগাযোগ করে জানতে পারেন সেখানেও কোর্সটি পিছিয়ে গেছে৷ তারপর তিনি নিউজিল্যান্ডে চেষ্টা করেন৷ সেখানে সুযোগ পেয়ে যান কিন্তু সরকারি অনুদানের টাকা ২০ আগস্টের বদলে ১ সেপ্টেম্বর পৌঁছয়৷ ফলে এই বছর প্রশিক্ষণটি না করতে পারলেও নিউজিল্যান্ডের প্রশিক্ষণ কেন্দ্র  থেকে তাঁকে আশ্বস্ত করা হয়েছে আগামী বছর কোর্সটি তিনি করতে পারবেন৷ সরকারও জানিয়েছে ফতেমা অনুশীলনের জন্য ভর্তি হলেই বাকি বরাদ্দ টাকাও পাঠিয়ে দেওয়া হবে প্রশিক্ষণ কেন্দ্রে৷

আর/১০:১৪/১২ সেপ্টেম্বর 

দক্ষিণ এশিয়া

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে