Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 0/5 (0 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৯-১১-২০১৬

‘সিক্রেট সুপারস্টার’এ আমিরের ক্রেজি লুক

‘সিক্রেট সুপারস্টার’এ আমিরের ক্রেজি লুক

সবসময়ই ছবিতে নিজের লুক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালবাসেন আমির খান৷ ‘গজনী’ ছবিতে সিক্স প্যাকের মাচো চেহারা, সারা গায়ে ট্যাটু আর নেড়া মাথায় একটা লম্বা কাটা দাগ। এ ছবিতে আমিরের এই নতুন ‘হেয়ার স্টাইল’ সে বছর বেশ জনপ্রিয় হয়েছিল। এর পরই ‘থ্রি-ইডিয়টস’-এ তিনি কলেজ ছাত্র। ‘লগান’, ‘মঙ্গল পাণ্ডে’, ‘রঙ দে বাসন্তি’, ‘পিকে’ বা আগামী ছবি ‘দঙ্গল’— সবেতেই নিজের লুক বদলে দর্শকদের বার বার চমকে দিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। ‘দঙ্গল’-এর পরবর্তী ছবি ‘সিক্রেট সুপারস্টার’-এ আমির ফের চমকে দিতে চলেছেন তার ভক্তদের।

‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে আমিরের নতুন লুক আর ‘সিক্রেট’ নেই। ইতিমধ্যেই তা ফাঁস হয়ে গিয়েছে। এ বারও তার লুক তার কথায় যাকে বলে ‘ঝাক্কাস’। 

‘সিক্রেট সুপারস্টার’-এ আমির খান একজন সঙ্গীত পরিচালক৷ কিন্তু সঙ্গীত পরিচালকের এ হেন ‘লুক’-এর কারণ কী! সেটা জানতে হলে অবশ্য আরও বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে সকলকে। ‘সিক্রেট সুপারস্টার’-এ আমিরের লুক ফাঁস হয়ে গেলেও এই অদ্ভুত ‘লুক’-এর কারণ এখনও ‘টপ সিক্রেট’।

এফ/১৫:৫৫/১১সেপ্টেম্বর

বলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে