Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০ , ২২ আষাঢ় ১৪২৭

গড় রেটিং: 3.4/5 (30 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-১৭-২০১২

পরবর্তী প্রজন্মের ‘লুমিয়া’ আনছে নকিয়া

পরবর্তী প্রজন্মের ‘লুমিয়া’ আনছে নকিয়া
‘লুমিয়া’ সিরিজে পরবর্তী প্রজন্মের স্মার্টফোন বাজারে আনছে ফিনল্যান্ডের মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান নকিয়া। নকিয়ার বিপণন বিভাগের কর্মকর্তা ক্রিস ওয়েবার ১৫ আগস্ট এক টুইটে এ তথ্য জানিয়েছেন। ওয়েবার তাঁর টুইটার বার্তায় দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান স্যামসাংকে নতুন লুমিয়ার ওপর চোখ রাখার জন্যও বলেছেন। আগামী ৫ সেপ্টেম্বর উইন্ডোজ ফোন ৮ নির্ভর লুমিয়া বাজারে আনার ঘোষণা দেবে নকিয়া। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
এদিকে, ১৫ আগস্ট স্মার্টফোন বাজারের শীর্ষ প্রতিষ্ঠান স্যামসাং তাদের গ্যালাক্সি নোট সিরিজে ‘গ্যালাক্সি নোট ১০.১’ মডেলটি উন্মুক্ত করেছে। বার্লিনে চলতি আগস্ট মাসের ২৯ তারিখে এক অনুষ্ঠানে ‘গ্যালাক্সি নোট ২’ স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। আগামী ১২ সেপ্টেম্বর অ্যাপল বাজারে আনতে পারে আইফোনের নতুন সংস্করণ। স্যামসাং ও অ্যাপলের সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতেই ৫ সেপ্টেম্বর লুমিয়া সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেবে নকিয়া।
লুমিয়ার নতুন এ স্মার্টফোনটিতে দ্রুতগতির প্রসেসর, নিয়ার ফিল্ড কমিউনেকশন (এনএফসি) ও স্কাইপি যুক্ত করতে পারে নকিয়া। এ স্মার্টফোনটির দাম হতে পারে তুলনামূলকভাবে সাশ্রয়ী।
বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, ২০০৭ সালে অ্যাপলের আইফোন বাজারে আসার পর থেকে স্মার্টফোনের বাজারে ৯০ শতাংশ দখল খুইয়েছে নকিয়া। স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে ২০১১ সালে নিজস্ব সিমবিয়ান অপারেটিং ছেড়ে মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যোগ দিয়েছে নকিয়া। নকিয়ার লুমিয়া সিরিজের স্মার্টফোন তুমুল জনপ্রিয়তা না পেলেও স্মার্টফোন তৈরির ক্ষেত্রে মাইক্রোসফটের উইন্ডোজকেই ভরসা মানছে ফিনল্যান্ডের নকিয়া। ১৪ আগস্ট নকিয়ার প্রধান নির্বাহী স্টিফেন ইলোপ নকিয়া ও মাইক্রোসফটের বন্ধন অটুট থাকার নিশ্চয়তা দিয়ে বলেছেন, স্মার্টফোন বাজারে নকিয়াকে টিকে থাকার সংগ্রাম করতে হলেও উইন্ডোজ প্ল্যাটফর্মের সঙ্গেই থাকবে প্রতিষ্ঠানটি।
ইলোপ জানিয়েছেন, ‘বর্তমানে অ্যান্ড্রয়েড, অ্যাপল ও উইন্ডোজের স্মার্টফোন যুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা উইন্ডোজের সঙ্গেই থাকব।’
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বা এপ্রিল থেকে জুন মাসে ‘লুমিয়া ৯০০’ ব্র্যান্ডের ৪০ লাখ স্মার্টফোন বিক্রি করেছে নকিয়া। একই সময়ে অ্যাপল বিক্রি করেছে সাড়ে তিন কোটিরও বেশি আইফোন। আর স্যামসাং বিক্রি করেছে অ্যাপলেরও দ্বিগুণ।

বিজ্ঞান ও প্রযুক্তি

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে