Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English
টরন্টো, বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯ , ১ কার্তিক ১৪২৬

গড় রেটিং: 3.0/5 (126 টি ভোট গৃহিত হয়েছে)

আপডেট : ০৮-১৭-২০১২

সোনারগাঁও জাদুঘরে স্টল বরাদ্দে অনিয়মের অভিযোগ তালা ঝুলিয়েছে বঞ্চিতরা

সোনারগাঁও জাদুঘরে স্টল বরাদ্দে অনিয়মের অভিযোগ তালা ঝুলিয়েছে বঞ্চিতরা
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও জাদুঘরের) কারুপল্লীতে স্টল বরাদ্দে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বুধবার কারুপল্লীতে স্টল বঞ্চিতরা ৪৮টি স্টলে তালা ঝুলিয়ে দিয়েছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও জাদুঘরের) কারুপল্লীকে সম্প্রতি নতুন করে ঢেলে সাজানো হয়। গত মাসে কাজ শেষ হওয়ার পর স্টল বরাদ্দ শুরু হয়। আগের ৩৫টি ও নতুন ১৩টি স্টল বরাদ্দ দেয়ার প্রক্রিয়া শুরু হয়। অভিযোগ উঠেছে ফাউন্ডেশনের পরিচালক কোনো প্রকার যাচাইবাছাই ছাড়া একক সিদ্ধান্তে উৎকোচ নিয়ে নামে-বেনামে ১৩টি স্টল বরাদ্দ দেয়েছেন। নতুন ১৩টি স্টলের জন্য প্রায় ৫ শতাধিক আবেদন জমা পড়লেও কী প্রক্রিয়ায় স্টলগুলো বরাদ্দ দেয়া হয়েছে আবেদনকারীরা সে বিষয়ে কিছুই জানেন না। অভিযোগ উঠেছে, ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপের গাড়ি চালক বুলবুলের ছোট ভাই ও শ্যালিকার নামেও ২টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। তাছাড়া কারুপল্লীতে আগে থেকেই স্টল থাকা ইব্রাহিম, সোহেল ও ওসমানসহ ৬ জনের স্ত্রী ও ভাই-বোনের নামে একাধিক স্টল বরাদ্দ-দেয়া হয়েছে। তাছাড়া আগের স্টল মালিকদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে ১ লাখ টাকা করে জামানত আদায় করা হয়েছে। এ ব্যাপারে পরিচালক রবীন্দ্র গোপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

নারায়নগঞ্জ

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে