Deshe Bideshe

DESHEBIDESHE

ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.9/5 (21 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৯-০৬-২০১৬

এক হাজার কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন ড্যানিয়েল ক্রেগ

এক হাজার কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন ড্যানিয়েল ক্রেগ

লস অ্যাঞ্জেলস, ০৬ সেপ্টেম্বর- শোনা যাচ্ছিল অভিনেতা ড্যানিয়েল ক্রেগকে নাকি বন্ড মুভি সিরিজে নাও দেখা যেতে পারে৷ কিন্তু  ড্যানিয়েল ক্রেগকে আগামী দু’টি সিনেমার জন্য প্রায় ৯৯৬ কোটি টাকা অফার করেছে সনি৷

শোনা যাচ্ছিল, পরবর্তী বন্ড হতে পারেন টম হিউজেস৷ ০০৭-এর চরিত্রের জন্য ইদ্রিস এলবা, টম হিডলস্টোন ও আইডান টার্নারের নামও আলোচনায় উঠে আসছিল৷ কিন্তু পরবর্তী দু’টি সিনেমাতেও জেমস বন্ড হচ্ছেন ড্যানিয়েল ক্রেগই৷

রেডার অনলাইন সূত্রে খবর, সনি স্টুডিও ক্রেগের সঙ্গে তাদের চুক্তি নবায়ন করায় প্রবল আগ্রহী৷ কারণ, প্রোডাকশন হাউসের কর্তারা বিলক্ষণ জানেন, বন্ড সিরিজের মুভিতে ক্রেগকে সাদরে গ্রহণ করেছেন দর্শকরা৷ তাই পরবর্তী সিনেমায় তাকে জেমস বন্ডের চরিত্রে না দেখতে পেলে দর্শকরা মুখ ফিরিয়ে নিতে পারেন৷ সম্ভবত সেই নিরাপত্তাহীনতা থেকেই রেকর্ড অঙ্কের অর্থের বিনিময়ে ক্রেগকে বন্ড চরিত্রের জন্য নিশ্চিত করতে চায় সনি ও বন্ড সিরিজের স্বত্বাধিকারীরা৷

চুক্তি সফল হলে সম্ভবত পরের দুটি সিনেমাতেও বন্ড থাকছেন ক্রেগই৷ তবে তারপর তিনি ব্যাটন তুলে দেবেন উত্তরাধিকারীর হাতে৷ ২০০৫ সাল থেকে বন্ড সিরিজের চারটি সিনেমায় ক্রেগকে বড়পর্দায় দেখা গিয়েছে৷ তাকে শেষবার বন্ডের চরিত্রে দেখা গিয়েছে ২০১৫ সালের ‘স্পেকটর’ সিনেমায়৷ আজ পর্যন্ত বন্ডের চরিত্রে অভিনয়ের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক পেয়ে এসেছেন ৪৮ বছরের ক্রেগ৷

আর/১৭:১৪/০৬ সেপ্টেম্বর 

হলিউড

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে