Deshe Bideshe

DESHEBIDESHE

Login
ইউনিজয়
ফনেটিক
English

গড় রেটিং: 2.0/5 (8 টি ভোট গৃহিত হয়েছে)

print
আপডেট : ০৯-০৫-২০১৬

বিশ্বকাপে পাকিস্তানের সরাসরি খেলা নিয়ে সংশয়

বিশ্বকাপে পাকিস্তানের সরাসরি খেলা নিয়ে সংশয়

ইসলামাবাদ, ০৫ সেপ্টেম্বর- ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজ ৪-১ ব্যবধানে হারার পর পাকিস্তানের রেটিং পয়েন্টে অবনমন হয়েছে। ৮৭ পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করলেও সিরিজ শেষে তাদের পয়েন্ট এখন ৮৬। ২০০১ সালে বর্তমান র‌্যাঙ্কিং পদ্ধতি চালু হবার পর এটিই পাকিস্তানের সবচেয়ে কম রেটিং পয়েন্ট।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান এখন আছে নবম অবস্থানে। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৯৪। এই অবস্থায় ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি বিশ্বকাপে পাকিস্তানের সরাসরি খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

কারণ, ওই বিশ্বকাপে মোট অংশ নিবে দশটি দল। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইসিসি ওডিআই র‌্যাঙ্কিংয়ে যারা সেরা সাতে থাকবে তারা সরাসরি বিশ্বকাপে অংশ নিবে। আর স্বাগতিক হিসেবে অংশ নিবে ইংল্যান্ড।

আর বাছাইপর্বের মাধ্যমে বাকি দুইটি দল ঠিক হবে। ২০১৮ সালের ১ মার্চ-৪ এপ্রিল বাংলাদেশ অনুষ্ঠিত হবে বাছাইপর্ব। এতে অংশ নিবে দশটি দল।

চলতি মাসের শেষের দিকে সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ ওডিআই সিরিজ খেলবে আজহার আলীরা। আর জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ ওডিআই সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। এরপর ইংল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিবে পাকিস্তান। ফলে, র‌্যাঙ্কিংয়ে উন্নতি করতে হলে এখন পাকিস্তানের জন্য প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।

আর/১৭:১৪/০৫ সেপ্টেম্বর 

ক্রিকেট

আরও সংবাদ

Bangla Newspaper, Bengali News Paper, Bangla News, Bangladesh News, Latest News of Bangladesh, All Bangla News, Bangladesh News 24, Bangladesh Online Newspaper
উপরে